ফেক অ্যাকাউন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সনু নিগম
ভারতীয় সংগীতশিল্পী সনু নিগম সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে, তার নামে একটি ফেক অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে এক্স (সাবেক টুইটার)-এ। এই অ্যাকাউন্টে এমন কিছু পোস্ট করা হচ্ছে যা দেখে তিনি অবাক হয়েছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন।
সোনু নিগম তার ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে বিষয়টি তুলে ধরেছেন। সেখানে তিনি বিভিন্ন আইনগত প্রশ্নও তুলেছেন এবং পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়েছেন। শেয়ার করা ছবিতে তার এক্স অ্যাকাউন্টের স্ক্রিনশট দেখা যাচ্ছে, যেখানে ব্লু টিক প্রোফাইল রয়েছে এবং নাম ‘সনু নিগম সিং’ লেখা রয়েছে।
তিনি লিখেছেন, “এটা কি সত্যিই বিভ্রান্তিকর নয়? কেন মানুষ বিশ্বাস করবে না যে, এটা সত্যিই আমি?” পাশাপাশি নিজের উদ্বেগও প্রকাশ করেছেন। সনু নিগম বলেছেন, “এটা আমার জীবন বা পরিবারের জন্য বিপদ ডেকে আনতে পারে, বিশেষত যখন ফেক প্রোফাইল তৈরি করে বিতর্কিত পোস্ট করা হচ্ছে।”
গায়ক আরও বলেন, “আপনারা কল্পনা করতে পারেন, এই লোকটি আমার নাম ও বিশ্বাসযোগ্যতা নিয়ে কতটা খেলছেন। সংবাদমাধ্যম, প্রশাসন, সরকার, আইন—যারা এই বিষয়ে জানেন, তারা সকলেই চুপ। কিছু একটা ঘটার পরই সমবেদনা জানাবে।”