সোমবার, ১০ই মার্চ, ২০২৫| রাত ৮:১১

ফিলিস্তিনি ভেবে ইসরায়েলি পিতা-পুত্রকে গুলি, গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের যুবক

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৮:০৯ অপরাহ্ণ
ফিলিস্তিনি ভেবে ইসরায়েলি পিতা-পুত্রকে গুলি, গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের যুবক

ফিলিস্তিনি ভেবে ইসরায়েলি পিতা-পুত্রকে গুলি, গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের যুবক

ফ্লোরিডার মিয়ামি সৈকতে ভুল ধারণার বশবর্তী হয়ে দুই ইসরায়েলি পর্যটককে গুলি করেছেন এক মার্কিন যুবক। শনিবার রাতে এ ঘটনায় গুলিবিদ্ধ হন অ্যারি রাভে ও তার বাবা। তবে সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, অভিযুক্ত যুবকের নাম মর্দেচাই ব্রাফম্যান (২৭)। মিয়ামি বিচ পুলিশ জানিয়েছে, ব্রাফম্যান তাদের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তিনি ভুক্তভোগীদের ফিলিস্তিনি ভেবে গুলি চালিয়েছিলেন।

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে এক নিরাপত্তা ক্যামেরার ভিডিওতে দেখা যায়, ব্রাফম্যান ট্রাক থেকে নেমে একটি গাড়ির দিকে ১৭ বার গুলি চালান। এতে একজনের বাম কাঁধে ও অন্যজনের বাম বাহুতে গুলি লাগে।

ভুক্তভোগী অ্যারি রাভে স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, “আমরা হেঁটে যাচ্ছিলাম, হঠাৎই ট্রাকের চালক গুলি চালাতে শুরু করে।”

এ ঘটনায় ব্রাফম্যানের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। তবে তার পক্ষের কোনো আইনজীবী তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

এদিকে, মানবাধিকার সংগঠনগুলোর দাবি, গাজায় চলমান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষ, ফিলিস্তিনি বিদ্বেষ ও ইহুদি বিদ্বেষ বেড়ে গেছে। তারা এ ধরনের সহিংস ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির আহ্বান জানিয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ