দোল উৎসবের আগে বিতর্কিত মন্তব্য করে আইনি বিপাকে পড়েছেন বলিউডের জনপ্রিয় পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
সম্প্রতি একটি রান্নার রিয়ালিটি শোতে ফারাহ বলেন, “হোলি ছাপড়িদের উৎসব।” তার এই মন্তব্য অনেকের কাছেই আপত্তিকর মনে হয়েছে। অভিযোগ উঠেছে, তিনি বিশেষ একটি সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের অপমান করেছেন।
এই অভিযোগের ভিত্তিতে ‘হিন্দুস্তানি ভাউ’ নামে পরিচিত বিকাশ ফটক তার আইনজীবীর মাধ্যমে মুম্বাইয়ের একটি থানায় ফারাহ খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। বিকাশ সোশ্যাল মিডিয়ায় অভিযোগনামার একটি ছবি পোস্ট করে বলেছেন, ফারাহের মন্তব্য সাম্প্রদায়িক ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল। ভারতীয় দণ্ডবিধির ১৯৬, ২৯৯, ৩০২ এবং ৩৫৩ ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।
‘হিন্দুস্তানি ভাউ’ কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানালেও ফারাহ খান এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।