সোমবার, ১০ই মার্চ, ২০২৫| সন্ধ্যা ৬:২৩

প্লিজ এবার শান্ত হোন, বললেন আজহারী

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ৭, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ
প্লিজ এবার শান্ত হোন, বললেন আজহারী

প্লিজ এবার শান্ত হোন, বললেন আজহারী

দেশজুড়ে চলমান অস্থিরতা ও সহিংসতার মধ্যে জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। শুক্রবার সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “মবোক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে। এখানেই থেমে যাওয়া উচিত।”

গত কয়েকদিন ধরে শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণার পর থেকেই দেশব্যাপী উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার ধানমন্ডির ৩২ নম্বরে ‘বুলডোজার মিছিল’ কর্মসূচির মধ্য দিয়ে ভাঙচুর শুরু হয়, যা পরে আরও সহিংস রূপ নেয়। শেখ মুজিবুর রহমানের বাড়ির বড় একটি অংশ গুঁড়িয়ে দেওয়া হয়, আগুন দেওয়া হয় সুধাসদনে। এরপর সহিংসতা ছড়িয়ে পড়ে বিভিন্ন জেলায়, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়।

এই পরিস্থিতিতে আজহারী তার পোস্টের মন্তব্যের ঘরেও আরও একটি বার্তা দেন। সেখানে তিনি লেখেন, “এমন অদূরদর্শী সিদ্ধান্ত যেন না নিই, যা আমাদের পথ রুদ্ধ করে দেয়। কোথায় থামতে হবে, সেটাও বুঝতে হবে। দেশকে এগিয়ে নিতে চাইলে, অভ‍্যুত্থানের ফসল ঘরে তুলতে চাইলে— প্লিজ, এবার শান্ত হোন!”

তার এই বার্তা দ্রুতই ছড়িয়ে পড়ে, এবং অনেকে এতে সমর্থন জানালেও কেউ কেউ এর বিপক্ষে মত দেন। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে ইসলামি বক্তাদের অবস্থান নিয়েও আলোচনা চলছে বিভিন্ন মহলে। তবে আজহারীর মতো একজন জনপ্রিয় বক্তার এমন আহ্বান সহিংসতা প্রশমনে কতটা ভূমিকা রাখবে, সেটাই এখন দেখার বিষয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ