প্লাস্টিক পণ্যের মাধ্যমে রফতানির সম্ভাবনা বৈচিত্র্যময় করার আহ্বান বাণিজ্য উপদেষ্টার
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, প্লাস্টিক পণ্য রফতানির সম্ভাবনা বৈচিত্র্যময় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি ১২ ফেব্রুয়ারি ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) অনুষ্ঠিত ১৭তম ইন্টারন্যাশনাল প্লাস্টিক, প্যাকেজিং এবং প্রিন্টিং ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার উদ্বোধনকালে এই মন্তব্য করেন।
বাণিজ্য উপদেষ্টা আরো বলেন, ২০২৬ সালের নভেম্বর মাসে বাংলাদেশ এলডিসি থেকে গ্রাজুয়েট হতে যাচ্ছে, ফলে রফতানির প্রিফারেনশিয়াল এক্সেস (অগ্রাধিকার সুবিধা) পাওয়া যাবে না এবং সরকারি কোনো ইনসেন্টিভও (প্রণোদনা) প্রদান করা সম্ভব হবে না। এর ফলে দেশের প্রতিযোগী সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা জোর দেন তিনি। তিনি জানান, উৎপাদনশীলতা ও পণ্য উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে প্রতিযোগী সক্ষমতা তৈরি না হলে বিপদে পড়তে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ প্লাস্টিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি কে এম ইকবাল হোসেন সভাপতিত্ব করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ মো. আবদুর রহমান, আকাই লিন, এবং মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে শামীম আহমেদ স্বাগত বক্তব্য রাখেন।
পরে, বাণিজ্য উপদেষ্টা মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এ মেলা বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশন এবং ইওর্কর্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস যৌথভাবে আয়োজন করছে। এতে ৮০০টিরও বেশি স্টল রয়েছে এবং ১৮টি দেশ থেকে ৩৯০টিরও বেশি ব্র্যান্ড অংশগ্রহণ করছে। মেলা দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।