মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| সকাল ৯:২২

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন প্রধান বিচারপতি, দুই দফায় অংশ নিচ্ছেন রাজনৈতিক নেতারা

প্রতিবেদক
staffreporter
মে ২৫, ২০২৫ ৮:১২ অপরাহ্ণ
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন প্রধান বিচারপতি, দুই দফায় অংশ নিচ্ছেন রাজনৈতিক নেতারা

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন প্রধান বিচারপতি, দুই দফায় অংশ নিচ্ছেন রাজনৈতিক নেতারা

রোববার বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বিকেল পাঁচটা থেকে শুরু হয়ে প্রায় আধাঘণ্টা স্থায়ী এ বৈঠক হয় তার সরকারি বাসভবন ‘যমুনা’য়। প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিকেল পাঁচটার কিছু আগে প্রধান বিচারপতি যমুনায় প্রবেশ করেন এবং সাড়ে পাঁচটার দিকে তিনি বাসভবন ত্যাগ করেন।

এদিনই রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে দুই দফায় বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। প্রথম দফায় যেসব নেতারা বৈঠকে অংশ নিতে যমুনায় প্রবেশ করেছেন, তাদের মধ্যে রয়েছেন কর্নেল (অব.) অলি আহমেদ, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, হাসনাত কাইয়ুম, মুজিবর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান ভূঁইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

পরে সন্ধ্যা ৬টায় দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেন ধর্মভিত্তিক ও নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতারা। তারা হলেন মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজহার এবং মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি।

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈঠকগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে এমন সংলাপ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি