মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| সকাল ৬:৪৮

প্রকৃতি ধ্বংস করে উন্নয়ন টেকসই নয়: উপদেষ্টা রিজওয়ানা হাসান

প্রতিবেদক
staffreporter
মে ১৫, ২০২৫ ৯:৫৬ অপরাহ্ণ
প্রকৃতি ধ্বংস করে উন্নয়ন টেকসই নয়: উপদেষ্টা রিজওয়ানা হাসান

প্রকৃতি ধ্বংস করে উন্নয়ন টেকসই নয়: উপদেষ্টা রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, প্রকৃতিকে ধ্বংস করে কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। তিনি বলেন, “আমরা যদি বন কেটে, পাহাড় কেটে বা প্রকৃতিকে ধ্বংস করে রেললাইন নির্মাণকে উন্নয়ন মনে করি, তাহলে আমরা ভুল পথে হাঁটছি। এই পথ থেকে আমাদের ফিরে আসতে হবে।”

বুধবার রাজধানীর শেরে বাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে আয়োজিত “ইন্ট্রোডাকশন টু ফিনান্সিয়াল অ্যানালাইসিস অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন্সট্রুমেন্ট ফর ক্লাইমেট ফিনান্স” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, “উন্নয়ন সহযোগীদের বরাদ্দ যতই আসুক, তা যথেষ্ট হবে না যদি আমরা প্রকৃতিকে রক্ষা না করি, কিংবা অভিযোজন ও প্রশমনের জন্য পর্যাপ্ত বিনিয়োগ না করি।” তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের চুক্তি এবং প্যারিস চুক্তির অধীনে ধনী দেশগুলো যে অর্থ দেওয়ার কথা, তারা এখন প্রকৃতিনির্ভর সমাধানের কথা বললেও বাস্তবে প্রয়োজনীয় বরাদ্দ দিচ্ছে না। বরং, নিজেরা দায় এড়িয়ে দায়ভার আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে, যা কোনো গ্রহণযোগ্য সমাধান নয়।

তিনি আর্থিক ব্যবস্থাপনা ও পরিকল্পনায় পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে বলেন, “প্রকৃতি ও বন সংরক্ষণের জরুরি পরিস্থিতি মোকাবিলায় আমাদের বাজেট ও পরিকল্পনা পুনর্বিবেচনা করতে হবে।”

অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী সভাপতির বক্তব্য রাখেন। ইআরডির অতিরিক্ত সচিব একেএম সোহেল প্রশিক্ষণের ওপর ধারণাপত্র উপস্থাপন করেন। এতে এডিবি, সিডা, জিআইজেডসহ বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত