পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে নিজের বেতন দ্বিগুণ করলেন, জনরোষের মুখে
দক্ষিণ আমেরিকার পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে নিজেই নিজের বেতন দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার (৩ জুলাই) এক প্রতিবেদনে জানায়, বলুয়ার্তে মাসে এখন থেকে ৩৫ হাজার ৫০০ পেরুভিয়ান সোল (প্রায় ১০ হাজার মার্কিন ডলার) বেতন পাবেন, যা আগের তুলনায় দ্বিগুণ।
পেরুর অর্থমন্ত্রী রাউল পেরেজ রেয়েস দাবি করেন, এটি আঞ্চলিক অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের বেতনের সঙ্গে সামঞ্জস্য রাখতে নেওয়া হয়েছে।
তবে এই সিদ্ধান্ত পেরুর সাধারণ জনগণের মধ্যে বিরোধ ও ক্ষোভ সৃষ্টি করেছে। কারণ বলুয়ার্তের জনপ্রিয়তা মাত্র ২ শতাংশ, যা পেরুর ইতিহাসে সবচেয়ে কম। অন্যদিকে, পেরুর ন্যূনতম মাসিক মজুরি মাত্র ১ হাজার ২৫ সোল (প্রায় ২৮৮ ডলার), যা প্রেসিডেন্টের বেতনের তুলনায় প্রায় ৩৫ গুণ কম।
অনেকেই বলছেন, বেতন বৃদ্ধিটি “অমানবিক” এবং “মানুষের যন্ত্রণার প্রতি বধিরতার প্রকাশ”। অনেকেই সামাজিক মাধ্যমে প্রেসিডেন্টের গাড়িতে পাথর ও ডিম ছোড়ার ভিডিও শেয়ার করেছেন, যা তাদের ক্ষোভের প্রকাশ বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, দিনা বলুয়ার্তে ২০২২ সালের ডিসেম্বর মাসে অপসারিত প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর পর দায়িত্ব গ্রহণ করেন। তবে তার শাসনামলে একাধিক বিতর্ক দেখা দিয়েছে, যেমন গোপন উপহার গ্রহণ, বিদেশে নাকের অস্ত্রোপচারের সময় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট না থাকা, অপরাধ বৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থতা ইত্যাদি।
সরকার বলছে, বলুয়ার্তের আগের বেতন দক্ষিণ আমেরিকার ১২ দেশের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন ছিল, যেখানে মাত্র বলিভিয়ার প্রেসিডেন্টের বেতন তার থেকে কম।