গত ৪ ডিসেম্বর ‘পুষ্পা টু’ সিনেমার প্রিমিয়ারে হায়দরাবাদে হাজারো ভক্তের উপস্থিতি ভিড়ের চাপে রূপ নেয় বিশৃঙ্খলায়। আল্লু অর্জুন ও রাশ্মিকা মান্দানাকে দেখার উত্তেজনায় ভক্তদের হুড়োহুড়ির কারণে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে ৩২ বছর বয়সী এক নারী প্রাণ হারান, এবং তার ১৬ বছরের ছেলে গুরুতর আহত হন।
ঘটনাটি ঘটে ঠিক সেই সময়, যখন অভিনেতা আল্লু অর্জুন থিয়েটারে প্রবেশ করছিলেন। নিহতের পরিবার আল্লু অর্জুন, তার নিরাপত্তারক্ষী এবং থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করে। প্রেক্ষিতে আল্লু অর্জুন এক সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের কাছে ক্ষমা চান এবং ক্ষতিপূরণ হিসেবে ২৫ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব করেন। একইসঙ্গে আহত কিশোরের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহনের প্রতিশ্রুতি দেন।
এই ঘটনায় হায়দরাবাদ পুলিশ অভিযুক্ত হিসেবে তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন সন্ধ্যা থিয়েটারের মালিক এম সন্দীপ, ম্যানেজার এম নাগার্জু এবং নিরাপত্তা প্রধান গন্ধকাম বিজয় চন্দর। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও, ‘পুষ্পা টু’ সিনেমার মুক্তি ঘিরে আরও বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তেলেঙ্গানার একটি সিনেমা হলে ‘পুষ্পা টু’ প্রদর্শিত না হওয়ায় হল মালিককে মারধরের হুমকি দেওয়া হয়। এমনকি ছবির পরিচালক সুকুমারকেও হুমকির শিকার হতে হয়। এসব ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।