পুলিশ অ্যাসোসিয়েশন: দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত সাবেক আইজিপি বেনজীর
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন অভিযোগ করেছে, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে অংশ নিয়ে তিনি বাংলাদেশ ও পুলিশ বাহিনীর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন বলে দাবি করেছে সংস্থাটি। পুলিশ অ্যাসোসিয়েশন এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
শুক্রবার প্রকাশিত এক প্রতিবাদলিপিতে সংগঠনটির সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলুর স্বাক্ষরিত বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। তারা উল্লেখ করেন, বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে নতুন বাংলাদেশের গঠনে পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে পুলিশ সদস্যরা দেশপ্রেমের চেতনায় নিরলসভাবে কাজ করে চলেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, পুলিশ বাহিনীর মধ্যে যারা অতীতে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং গণহত্যাসহ ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ হিসেবে কাজ করেছেন, তাদের বিচারের বিষয়ে পুরো বাহিনী একমত। এই প্রেক্ষাপটে সম্প্রতি ভার্চুয়াল এক সভায় অংশগ্রহণ করে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন বেনজীর আহমেদ।
প্রতিবাদলিপিতে দাবি করা হয়, গণহত্যা, দুর্নীতি, মানি লন্ডারিংসহ একাধিক মামলায় জড়িত বেনজীর আহমেদ পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন। তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা পুলিশের পেশাদারিত্বের ওপর সরাসরি আঘাত করেছে বলে মনে করছে পুলিশ অ্যাসোসিয়েশন। তারা বলেন, এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল এবং দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ।
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন জানায়, ব্যক্তির দায়ভার কখনো কোনো বাহিনী বহন করে না। ২০১৩ সালে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের বিরুদ্ধে পরিচালিত অভিযানে মানবাধিকার লঙ্ঘন, হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) একাধিক মামলার আসামি হিসেবে অভিযুক্ত বেনজীর আহমেদকে ঘিরে পুলিশের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা মনে করেন, তার কর্মকাণ্ড ও বক্তব্য পুলিশ বাহিনীর মর্যাদাকে ক্ষুণ্ণ করছে এবং আইন অনুযায়ী তার বিচার হওয়া উচিত।