পুরোনো ভিডিও দিয়ে আর আয় নয়, ইউটিউবে আসছে নতুন কড়া নিয়ম
ইউটিউব এখন আর শুধু বিনোদনের মাধ্যম নয়—এটি হয়ে উঠেছে বহু মানুষের আয়ের প্রধান উৎস। অনেকেই নানান ধরনের কনটেন্ট তৈরি করে লাখ লাখ টাকা উপার্জন করছেন, কেউবা হয়ে উঠেছেন তারকাখ্যাতির অধিকারী। তবে এই প্ল্যাটফর্মে চ্যানেল পরিচালনা করতে ইউটিউবের নানা নিয়ম-কানুন মেনে চলতে হয়।
এবার কনটেন্ট নির্মাতাদের জন্য ইউটিউব আনছে নতুন একটি কড়াকড়ি নিয়ম, যা অনেকের জন্য রীতিমতো দুঃসংবাদ! নতুন নিয়ম অনুযায়ী, আগামী ১৫ জুলাই থেকে ইউটিউবাররা তাদের পুরোনো ভিডিও পুনরায় আপলোড করে সেটি থেকে আর কোনো আয় করতে পারবেন না।
ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ হলো ভালো কনটেন্ট নির্মাতাদের সুরক্ষা দেওয়া এবং প্ল্যাটফর্মের অপব্যবহার রোধ করা। কারণ, অনেক ইউটিউবার ইচ্ছাকৃতভাবে একই ভিডিও বারবার আপলোড করে অযৌক্তিকভাবে আয়ের চেষ্টা করেন। কেউ কেউ তো অন্য ইউটিউবারের ভিডিও কিংবা এআই প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টও নিজেদের নামে চ্যানেলে দিয়ে দিচ্ছেন।
এ ধরনের অনৈতিক ও অন্যায্য কর্মকাণ্ড বন্ধে এবং ইউটিউবের গ্রহণযোগ্যতা ধরে রাখতেই নতুন এই সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে সংস্থাটি। ফলে যারা মৌলিক ও নিয়ম মেনে ভিডিও তৈরি করেন, তারা এবার কিছুটা হলেও সুরক্ষা পাবেন। তবে যারা সহজ পথে আয় করতে চাইতেন, তাদের জন্য এ নিয়ম এক বড় বাধা হয়ে দাঁড়াবে।