রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১০:৫৫

পিছু হটতে বাধ্য হলো ইসরায়েল, এলো যুদ্ধবিরতির ঘোষণা৷

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ২৭, ২০২৪ ১১:২২ পূর্বাহ্ণ

পিছু হটতে বাধ্য হলো ইসরায়েল, এলো যুদ্ধবিরতির ঘোষণা৷

লেবাননের মুক্তিকামী প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার ২৬ নভেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। খবর আল জাজিরার।

নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতি চুক্তিটি পূর্ণাঙ্গ অনুমোদনের জন্য ইসরায়েলের পার্লামেন্টে উত্থাপন করা হবে। পাশাপাশি চুক্তির সম্পূর্ণ রূপরেখাও পার্লামেন্টে তুলে ধরা হবে। তিনি উত্তরাঞ্চলীয় এলাকার বাসিন্দাদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান।

নেতানিয়াহু দাবি করেন, বর্তমানে হিজবুল্লাহ আগের মতো শক্তিশালী নেই। ইসরায়েলি বাহিনী তাদের কয়েক দশক পিছিয়ে দিয়েছে এবং তেলআবিব যুদ্ধে তাদের লক্ষ্য অর্জন করেছে। চুক্তি অমান্য করলে কঠোর জবাব দেয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এর আগে, গত সোমবার নেতানিয়াহু যুদ্ধবিরতির নীতিগত অনুমোদন দেন। এই চুক্তি বাস্তবায়িত হলে দুই পক্ষের মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান হবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত