পার্লামেন্টে হাতাহাতিতে জড়ালেন এমপিরা
বিভিন্ন সময়ে বিভিন্নজনের সঙ্গে আমাদের বিবাদ হয়ে থাকে। এমনকি পার্লামেন্টে আমরা অনেক সময় তীব্র যুক্তিতর্ক বা শক্ত প্রতিবাদও দেখে থাকি। তবে পার্লামেন্টে হাতাহাতির ঘটনা কিছুটা অস্বাভাবিক মনে হয়। যদিও শুনতে অদ্ভুত লাগলেও বাস্তবে সার্বিয়ার এমপিরা সম্প্রতি এমন বিবাদে জড়িয়ে পড়েছেন।
সোমবার ২৫ নভেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সার্বিয়ার পার্লামেন্টে এমপিদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। চলতি মাসের শুরুতে দেশটিতে একটি ট্রেন স্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হন। এই ঘটনায় বিরোধী দলের সদস্যরা ক্ষমতাসীন জোটের বিরুদ্ধে দায় এড়ানোর অভিযোগ এনে ব্যানার প্রদর্শন করলে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
N 1 টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বামপন্থি বিরোধী দল গ্রিন পার্টির নেতা রাডোমির লাজোভিচ ‘আপনার হাতে রক্ত লেগে আছে’ লেখা একটি ব্যানার উঁচিয়ে প্রতিবাদ জানালে বিরোধ শুরু হয়।
গ্রিন পার্টির নেতার এই প্রতিবাদের পর, স্বাস্থ্যমন্ত্রী জাতিবর লোনকার তার দিকে এগিয়ে গিয়ে তর্ক শুরু করেন। এরপর অন্যরা তাকে মারধর করেন। বিরোধী দলের সদস্যরা তখন তাকে ‘হত্যাকারী, খুনি’ বলে চিৎকার করতে থাকেন।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে সার্বিয়ার নোভি স্যাড এলাকার একটি ট্রেন স্টেশনের ছাদ ধসে পড়ে, যেখানে অন্তত ১৫ জন নিহত হন। এই দুর্ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুজসিক এবং ক্ষমতাসীন দলকে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিরোধী দল এবং অনেক সাধারণ নাগরিক প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন। কারণ, তিনি মেয়র থাকাকালে এই স্টেশনটির নির্মাণকাজ হয়েছিল। তবে তারা এই অভিযোগ অস্বীকার করে আসছেন।
এই ঘটনায় গত সপ্তাহে দেশটির একজন সাবেক মন্ত্রীসহ অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারপরও সরকার এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে। বিরোধী দলগুলো অভিযোগ করেছে, সম্ভাব্য অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষ বিলম্ব করছে।