পানির ট্যাংকে লুকিয়েও রেহাই পেলেন না আ. লীগ নেত্রী কাবেরী
চট্টগ্রাম নগরীর চকবাজারের একটি বাসা থেকে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে চকবাজার থানার পুলিশ তাকে তার পৈত্রিক বাসা থেকে গ্রেপ্তার করে। পুলিশের অভিযানের খবরে কাবেরী ওই ভবনের ছাদে রাখা পানির ট্যাংকে লুকিয়ে থাকলেও পুলিশ তাকে ধরা দেয়।
নাজনীন সরওয়ার কাবেরী কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা। তিনি কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের বোন। কাবেরীর বাবা, ওসমান সরওয়ার আলম চৌধুরী, ছিলেন সাবেক সাংসদ ও রাষ্ট্রদূত।
সূত্র জানিয়েছে, রাত ১০টার দিকে পুলিশের একটি দল কাবেরীর বাসার সামনে অবস্থান নেয়, এরপর তারা প্রথমে বাসার ভেতরে ঢুকে এবং পরে ছাদে গিয়ে কাবেরীকে গ্রেপ্তার করে। পুলিশ তাকে চকবাজার থানায় নিয়ে গেলে দেবপাহাড় এলাকায় আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিয়ে মিছিল শুরু হয়।
চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা জানিয়েছেন, “রাত ১১টার দিকে তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তাকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে, যেখানে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।” তিনি আরও বলেন, কাবেরীকে গ্রেপ্তারের পর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ বিরোধী স্লোগান উঠতে থাকে এবং কিছুটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়।
গ্রেপ্তারের পর কাবেরীকে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রশ্নের মুখোমুখি করা হলেও, তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। জানা গেছে, কাবেরীর বিরুদ্ধে কক্সবাজারসহ বিভিন্ন অঞ্চলে একাধিক মামলা রয়েছে, যার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।