পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতীয় জেলা কুররামে শিয়া-সুন্নি সংঘর্ষে নতুন করে পাঁচজন নিহত হয়েছেন। এতে গত আটদিনের সংঘাতে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। বৃহস্পতিবারও সংঘর্ষের খবর এসেছে, যদিও এর আগে উভয় পক্ষ ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। পুলিশ জানিয়েছে, নতুন সহিংসতায় নয়জন আহত হয়েছেন।
কুররামের ডেপুটি কমিশনার জাভেদউল্লাহ মেহসুদ জানিয়েছেন, সংঘাতের কারণে পারাচিনার-পেশাওয়ার সড়ক আটদিন ধরে বন্ধ রয়েছে। সড়ক বন্ধ থাকায় আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য কার্যক্রমও স্থগিত করা হয়েছে। এ ছাড়া মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারা ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন।
বিবিসির খবরে বলা হয়, গত ২১ নভেম্বর শিয়া মুসলিমদের একটি গাড়িবহরে বন্দুকধারীর হামলার পর এই সংঘর্ষের সূত্রপাত। প্রথম তিনদিনেই ৮২ জন নিহত এবং ১৫৬ জন আহত হন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহতদের মধ্যে ১৬ জন সুন্নি এবং বাকিরা শিয়া মুসলিম।
বার্তাসংস্থা রয়টার্স ও এএফপির তথ্য অনুযায়ী, গত রোববার মধ্যস্থতার পর উভয় সম্প্রদায়ের নেতারা সংঘাত বন্ধের বিষয়ে একমত হন। তবে সেই সমঝোতার পরও নতুন করে সংঘর্ষ হয়েছে।
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ব্যর্থতার অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভূমি নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধ এবং সাম্প্রদায়িক উত্তেজনাই এই সহিংসতার প্রধান কারণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের ওপর চাপ বাড়ছে।