পাকিস্তানে বাতিল হলো বিতর্কিত সরকারি চাকরি কোটা ব্যবস্থা
পাকিস্তানে সরকারি চাকরির ‘অদ্ভুত’ কোটা ব্যবস্থা অবশেষে বাতিল করা হয়েছে। এতদিন ধরে মৃত সরকারি কর্মচারীদের পরিবারের সদস্যরা কোনো প্রতিযোগিতা ছাড়াই সরকারি চাকরি পেতেন, যা দেশটির সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণা করেছে।
শনিবার এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে জানানো হয়, সুপ্রিম কোর্টের ২০২৪ সালের ১৮ অক্টোবরের রায় কার্যকর করতে সরকার সব মন্ত্রণালয় ও বিভাগকে আনুষ্ঠানিক নির্দেশনা দিয়েছে। নতুন আদেশ অনুযায়ী, মৃত কর্মচারীদের পরিবারের সদস্যরা আর সরাসরি চাকরি পাবেন না। তবে তারা প্রধানমন্ত্রীর সহায়তা প্যাকেজের অন্যান্য সুবিধার জন্য যোগ্য থাকবেন।
এই সিদ্ধান্ত সন্ত্রাসী হামলায় নিহত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। পাশাপাশি, যেসব নিয়োগ সুপ্রিম কোর্টের রায়ের আগে সম্পন্ন হয়েছে, সেগুলোও অপরিবর্তিত থাকবে।
গত বছর পাকিস্তানের সুপ্রিম কোর্ট এই কোটা ব্যবস্থাকে বৈষম্যমূলক ও অসাংবিধানিক আখ্যা দিয়ে বাতিলের নির্দেশ দিয়েছিল। আদালতের রায়ে বলা হয়, এ ধরনের চাকরির ব্যবস্থা নিম্ন গ্রেডের কর্মচারী ও তাদের পরিবারের প্রতি অবিচার এবং সরকারি চাকরিকে বংশগত পেশায় পরিণত করছে।
সরকারি চাকরির ক্ষেত্রে মেধা ও প্রতিযোগিতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের নির্দেশ কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে সরকার।