রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৮:৫০

পাঁচ ইসরাইলি সেনাকে হত্যার দাবি কাসসাম ব্রিগেডসের

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ৩১, ২০২৪ ২:৫৫ অপরাহ্ণ

পাঁচ ইসরাইলি সেনাকে হত্যার দাবি কাসসাম ব্রিগেডসের

উত্তর গাজার জাবালিয়ায় ইসরাইলি সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়ে ৫ সেনাকে কাছ থেকে গুলি করে হত্যার দাবি করেছে হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডস। সোমবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, গাজায় তাদের বিভিন্ন অভিযানে ৫ জন ইসরাইলি সেনাকে হত্যা করা হয়েছে।

আল-কাসসাম ব্রিগেডস আরও জানায়, তাদের যোদ্ধারা একটি মার্কাভা ট্যাঙ্কে আগুন ধরিয়ে দেয়, যেখানে ইসরাইলি সৈন্যরা অবস্থান করছিল। এছাড়া, একটি সামরিক জিপ লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করা হয়, যার ফলে ওই জীপে থাকা সব সৈন্য নিহত বা আহত হয়েছেন।

এদিকে, টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের সংঘর্ষে ইসরাইলি সেনাবাহিনী উত্তর গাজায় একজন সৈন্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহত সেনার নাম সার্জেন্ট ইউরিয়েল পেরেটজ (২৩)। তিনি কফির ব্রিগেডের নেজাহ ইহুদা ব্যাটালিয়নের সদস্য ছিলেন। ওই ঘটনায় আরও তিনজন সেনা গুরুতর আহত হয়েছেন, যারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এটি এমন একটি সময়ে ঘটল যখন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের একটি বৃহৎ প্রতিশোধমূলক অভিযানের পর ইসরাইলি বাহিনী গাজায় এক নৃশংস যুদ্ধ শুরু করে। যুদ্ধের কারণে ইসরাইল গাজার ওপর পুরোপুরি অবরোধ আরোপ করে, যা ফিলিস্তিনিদের জন্য ব্যাপক মানবিক সংকট সৃষ্টি করেছে। ইসরাইলের এই অবরোধে গাজার মধ্যে খাদ্য, পানীয় জল, বিদ্যুৎ ও জ্বালানির সরবরাহ বন্ধ হয়ে গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অব্যাহত ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৪৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে একটি বড় অংশ নারী ও শিশু। গাজার অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেক এলাকাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এবং মানুষের জীবনযাত্রা অতি কঠিন হয়ে পড়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ