রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৮:৫৬

পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন শেখ সাদী

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ৩০, ২০২৫ ১১:২৬ পূর্বাহ্ণ
পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন শেখ সাদী

পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন শেখ সাদী

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি ও গায়ক শেখ সাদীর মধ্যে প্রেমের গুঞ্জন ছড়ালেও তা সত্য নয় বলে জানিয়েছেন সাদী। তিনি বলেন, তাদের মধ্যে কেবল পারিবারিক সম্পর্ক রয়েছে, প্রেমের নয়।

সম্প্রতি পরীমণির মামলায় জামিনদার হিসেবে স্বাক্ষর করায় বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে এই গুঞ্জন নিয়ে বেশ বিব্রত শেখ সাদী। বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি অনুরোধ করেন, যেন তার ব্যক্তিগত বিষয় নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রচার না করা হয়।

তিনি বলেন, “আমার সঙ্গে অনেক সাংবাদিকের ব্যক্তিগতভাবে পরিচয় রয়েছে, তাদের সঙ্গে স্বাভাবিক কথোপকথন থেকেই ভুল ব্যাখ্যা আসছে। দয়া করে বিষয়টি নিয়ে জোর করে কোনো ইস্যু তৈরি করবেন না।”

পরীমণির সঙ্গে তার সম্পর্কের বিষয়ে শেখ সাদী বলেন, দীর্ঘদিন একই অঙ্গনে কাজ করায় তাদের পরিচয় আগে থেকেই ছিল। মাঝেমধ্যে দেখা ও কথা হলেও তা পেশাগত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ।

অন্যদিকে, জামিনদার হওয়া প্রসঙ্গে পরীমণি জানান, অসুস্থতার কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। পরে তার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শেখ সাদীও সহমর্মিতা দেখান এবং জামিনদার হিসেবে স্বাক্ষর করেন।

এ বিষয়ে সাদী বলেন, দেশে আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলো নিয়ে সংবাদ হওয়া উচিত। তিনি ব্যক্তিগত জীবনের গুঞ্জন নিয়ে অযথা জলঘোলা না করার অনুরোধ করেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ