মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫| ভোর ৫:৪৬

পরিস্থিতি শান্ত হলে করিডোর খুলে দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ৩১, ২০২৪ ৩:০৯ অপরাহ্ণ

পরিস্থিতি শান্ত হলে করিডোর খুলে দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ২৭১ কিলোমিটার এলাকাজুড়ে এখন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এ কারণে সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে হচ্ছে।

সোমবার কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকা পরিদর্শনে এসে তিনি বলেন, সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সরকার গুরুত্ব দিচ্ছে।

তিনি জানান, রাখাইন রাজ্যে সংঘাতের কারণে ৫০ থেকে ৬০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের নিবন্ধন ও ব্যবস্থাপনা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অনেক রোহিঙ্গা গুরুতর আহত অবস্থায় প্রবেশ করেছে, ফলে তাদের ফেরত পাঠানোও জটিল হয়ে পড়েছে। নতুন আসা রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়া হচ্ছে।

টেকনাফের বিজিবি ব্যাটালিয়ন সদর পরিদর্শন শেষে তিনি নাফ নদীর মোহনায় গিয়ে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, সীমান্তের ওপার থেকে গোলাগুলির শব্দ এবং গোলা এসে পড়ার কারণে নাফ নদীতে মাছ ধরা এখন নিরাপদ নয়। পরিস্থিতি শান্ত হলে মাছ ধরা ও গরু আমদানির করিডোর খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, টেকনাফের মাদক সমস্যা দীর্ঘদিনের। বর্তমান সরকার জালিয়ার দিয়া চরের মাদক কারবারিদের বিতাড়িত করেছে। সীমান্ত এলাকার মানুষকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। মাদক সচেতনতা বাড়াতে মসজিদের মাধ্যমে প্রচারণারও তাগিদ দেন।

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি তিনি বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যদের সঙ্গে আলোচনা করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ