পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধাতে চাইছে বাংলাদেশ, অভিযোগ মমতার মন্ত্রীর
ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন, বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, সীমান্তে বাংলাদেশ ভারতকে কাঁটাতারের বেড়া দিতে দিচ্ছে না।
শনিবার (১১ জানুয়ারি) কলকাতা পৌর সংস্থায় এক স্মরণসভায় তিনি এই মন্তব্য করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কৃষিমন্ত্রী শোভন দেব বলেন, বাংলাদেশের ইউনূস সরকার নিজেদের দেশের মানুষের আস্থা হারাচ্ছে। অনাস্থার পরিস্থিতি থেকে মানুষের দৃষ্টি সরাতে তারা উস্কানি ছড়ানোর চেষ্টা করছে।
শোভন দেব চট্টোপাধ্যায় দাবি করেন, “আমাদের সীমান্তে কাঁটাতারের বেড়া দিলে তাদের আপত্তি কোথায়? আমরা তো তাদের জমিতে গিয়ে কিছু করছি না। কিন্তু তারা বারবার আমাদের কাজ আটকে দিচ্ছে।”
সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার সঙ্গে সীমান্তের একটি অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ভারতের বিএসএফ সীমান্তের ভেতরে মাটি খোঁড়ার কাজ শুরু করলেও বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাৎক্ষণিকভাবে বাধা দেয়।
বিজিবি জানিয়েছে, সীমান্তের নির্দিষ্ট এলাকায় কোনো কার্যক্রম পরিচালনার আগে সঠিক প্রক্রিয়া মেনে উভয় পক্ষের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হওয়া উচিত। এ নিয়ম মেনে না চলায় কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে।
ভারতের বিএসএফের বেঙ্গল ফ্রন্টিয়ার কর্তৃপক্ষও পরে জানান, উত্তেজনা এড়াতে সীমান্তে আপাতত কাঁটাতারের কাজ বন্ধ থাকবে।
পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ২ হাজার ২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর প্রায় ৫০ শতাংশ এলাকায় এখনো কোনো বেড়া নেই। এই সীমান্ত নিয়েই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।