নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়ে নারীরা নির্যাতনের শিকার: শারমীন এস মুরশিদ
নৈতিকতার অবক্ষয় ও ধর্মীয় মূল্যবোধ কমে যাওয়ার কারণে সমাজে নারীরা অধিকহারে নির্যাতনের শিকার হচ্ছেন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় গড়ে ওঠা বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি আজ নারীর নিরাপত্তাকে প্রতিটি স্তরে হুমকির মুখে ফেলেছে।
বৃহস্পতিবার নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, “আমাদের সমাজে শিশুরাও আজ নিরাপদ নয়। তারা আশ্রয়হীন, নিরাপত্তাহীন এবং অনেক ক্ষেত্রেই নিষ্ঠুর নির্যাতনের শিকার হচ্ছে। নারীরাও পুরুষদের হাতে বেশি নির্যাতিত হচ্ছেন, যার মূল কারণ আমাদের নৈতিক অবক্ষয় ও মূল্যবোধের সংকট।”
তিনি জানান, নারী ও শিশু নির্যাতন বন্ধে সরকার একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে। এর আওতায় দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও জাতীয় পর্যায়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে নারী নির্যাতন প্রতিরোধ সেলের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শারমীন মুরশিদ বলেন, “আমরা কুইক রেসপন্স টিম ও কুইক রেসপন্স টাস্কফোর্স গঠন করছি, যা তৃণমূল পর্যন্ত বিস্তৃত হবে। আশা করি, এই উদ্যোগগুলো জনগণের কাছ থেকে ইতিবাচক সাড়া পাবে।”
এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা আরও বলেন, “বাংলাদেশে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন থাকলেও অপরাধের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। পরিবার, কর্মক্ষেত্র, পাবলিক স্পেস এমনকি অনলাইনেও নারীরা সহিংসতার শিকার হচ্ছেন।”
তিনি আরও বলেন, “নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনের ১৪ ধারা এবং হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অনেক সময় গণমাধ্যমে ভিকটিমের ছবি ও ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়, যা আইনবিরোধী। বরং অপরাধীর নাম, পরিচয় ও ছবি প্রকাশ করাই উচিত।