ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাকে “উইচ হান্ট” বা ষড়যন্ত্রমূলক মামলার সঙ্গে তুলনা করে তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুকে তিনি ‘মহান দেশপ্রেমিক’ ও ‘নায়ক’ বলেও অভিহিত করেছেন।
বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করা এক বার্তায় ট্রাম্প লেখেন, “কিছুক্ষণ আগে জানতে পারলাম যে বিবি (নেতানিয়াহুর ডাকনাম)-কে আদালতে হাজির হতে হয়েছে দুর্নীতির মামলায়। এটা সম্পূর্ণ এক ধরনের উইচ হান্ট। আমি বিশ্বাসই করতে পারছি না, এমন একজন মানুষ যার দেশপ্রেম নিয়ে কোনো সন্দেহ নেই, তার বিরুদ্ধে এমন মামলা চলছে।”
ট্রাম্প আরও বলেন, “বিবি ও আমি ইরানের বিরুদ্ধে একসঙ্গে কঠিন এক লড়াই লড়েছি। সে তার দেশের প্রতি এমন ভালোবাসা দেখিয়েছে, যা অতুলনীয়। এমন একজন মানুষকে আদালতে ঘুরাতে দেওয়া উচিত নয়, বরং তার বিচার বাতিল করে তাকে ক্ষমা করা উচিত।”
উল্লেখ্য, ২০১৯ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তিনটি মামলা দায়ের হয়। এক মামলায় তার স্ত্রী সারা নেতানিয়াহুর নামও রয়েছে। অভিযোগপত্রে বলা হয়, রাজনৈতিক সুবিধা দেওয়ার বিনিময়ে দেশি-বিদেশি কোটিপতিদের কাছ থেকে প্রায় ২ লাখ ৬০ হাজার ডলারের সিগার, অলঙ্কার ও বিলাসবহুল মদ গ্রহণ করেন নেতানিয়াহু ও তার স্ত্রী। অন্য দুই মামলায় নেতানিয়াহু একাই আসামি।
২০২০ সালে শুরু হওয়া বিচার এখনও চলমান। নেতানিয়াহু বরাবরই নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছেন।
ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হেরজগ রাষ্ট্রীয় ক্ষমা প্রয়োগ করে চাইলে নেতানিয়াহুকে মামলার দায় থেকে অব্যাহতি দিতে পারেন। তবে সম্প্রতি এক প্রশ্নের জবাবে হেরজগ বলেন, “নেতানিয়াহু এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমার জন্য আবেদন করেননি।”
সূত্র: রয়টার্স, এএফপি।