রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১১:০৪

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

প্রতিবেদক
Staff Reporter
নভেম্বর ২৪, ২০২৪ ৯:২৬ পূর্বাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে। জনগণের অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে হটিয়ে দেওয়া হয়েছে। যার বিরুদ্ধে দেশের কোটি কোটি জনতা এক যুগের বেশি সময় ধরে আন্দোলন করেছে, সেই স্বৈরাচার কিন্তু বসে নেই। স্বৈরাচারীরা তাদের দেশি-বিদেশি প্রভুদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করে যাচ্ছে। শনিবার ২৩ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, দেশবাসী বিএনপিকে দায়িত্ব দিতে চায়। দায়িত্ব নিতে হলে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্ব নেওয়ার মতো নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। আগামী দিনে চুয়াডাঙ্গায় কারা নেতৃত্ব দেবেন, সেই নেতা যেমন বাছাই করে নেব, তেমনি আসুন আজ সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই। আমরা যে যেই পর্যায়ের নেতা বা কর্মী হয়ে থাকি না কেন, সেটা বড় কথা নয়। আপনি একজন বিএনপির কর্মী, আপনি একজন শহীদ জিয়ার সৈনিক এটাই বড় কথা। তাই সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আপনাকে বুঝতে হবে আপনার এলাকার মানুষের প্রত্যাশা কী এবং তা অনুধাবন করে কাজ করতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম মন্তব্য করে তারেক রহমান বলেন, তারা একটি নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম হলেই প্রকৃত ব্যক্তিরা নির্বাচিত হয়ে আসতে পারবেন। যারা সত্যিকার অর্থে জনগণের কথা বলবেন, জনগণের স্বার্থ নিয়ে চিন্তা করবেন এবং প্রতিটি সেক্টরের সমস্যা সমাধানের বিষয়ে চিন্তা করবেন। একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হন, তাহলেই তা সম্ভব।

তারেক রহমান আরও বলেন, যে দেশের রাজনীতি রুগ্ন, সে দেশের প্রতিটি প্রতিষ্ঠানই রুগ্ন। বিগত স্বৈরাচার সরকার দেশের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। এগুলো আবার জনগণের কল্যাণে নিয়োজিত করতে হলে নাগরিকের ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করতে হবে। এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনই বিএনপির একমাত্র লক্ষ্য। দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য।

সম্মেলনের শুরুতে দলের প্রয়াত নেতাকর্মীদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওয়াহেদুজ্জামান। ছাত্র-জনতার আন্দোলনে শহীদ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন জেলা বিএনপির সদস্য খন্দকার আবদুল জব্বার।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত
তামিমের আচরণ লজ্জাজনক, বললেন হেলস

তামিমের আচরণ লজ্জাজনক, বললেন হেলস

ডাকসু নির্বাচনের রূপরেখা দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডাকসু নির্বাচনের রূপরেখা ঢাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

অর্থ উপদেষ্টার বক্তব্য: টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো

অর্থ উপদেষ্টার বক্তব্য: টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো

যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে গাড়ি হামলায় ‘জড়িত ছিলেন একাধিকজন’

বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

এস আলম গ্রুপের ব্যাংক লুট: প্রায় ২ লাখ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

আজকের মূদ্রার হার (৯ ডিসেম্বর, ২০২৪)

সাইফ আলি খানের বাসায় হামলার রাতে তৈমুরের সাহসিকতা

সাইফ আলি খানের বাসায় হামলার রাতে তৈমুরের সাহসিকতা

একসঙ্গে ছয় লক্ষ্যে হামলা, ইউক্রেনের শহরে রুশ ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’-এর ভয়াল তাণ্ডব

সংস্কৃতি মন্ত্রণালয়ে নতুন সার্চ কমিটি গঠন করলেন ফারুকী