বলিউড তারকা আমির খানের পুত্র জুনেইদ খান বাবার পরিচয়ে সুযোগ পেলেও নিজস্ব প্রতিভার জোরেই জায়গা করে নিতে চান ইন্ডাস্ট্রিতে। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাবার কোনো আইকনিক চরিত্রে অভিনয়ের কোনো আগ্রহ তার নেই। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন তুলনার ঝুঁকি এবং নিজের পথ নিজেই তৈরি করার আকাঙ্ক্ষা।
অভিনয়ে নিজের ক্যারিয়ার শুরু করে ফেলেছেন জুনেইদ, এবং তার প্রথম সিনেমা ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, বলিউডে তার যাত্রা বাবার কারণে সহজ হয়েছে। জুনেইদ নিজেও একথা স্বীকার করে বলেন, “আমার বাবা অত্যন্ত সম্মানিত ও প্রভাবশালী একজন মানুষ। তার ছেলে হওয়ার কিছু সুবিধা অবশ্যই পেয়েছি। তবে সেই সুবিধার বাইরে নিজের পরিশ্রম আর প্রতিভাতেই মানুষ আমাকে চিনুক, সেটাই চাই।”
তিনি আরও জানান, প্রযোজক আদিত্য চোপড়া জানতেন যে তিনি আমির খানের ছেলে। তা সত্ত্বেও জুনেইদের প্রতি পক্ষপাত দেখাননি। “সৌভাগ্যবশত, খুব কম মানুষই বাবার সঙ্গে আমার তুলনা করেন,” — বলেন জুনেইদ। “আমি চাই মানুষ আমাকে বিচার করুক আমার কাজের মাধ্যমে, না যে আমি কার ছেলে।”
‘মহারাজ’ সিনেমার শুটিং চলাকালে বাবার কাছ থেকে কিছু দিকনির্দেশনাও পেয়েছেন জুনেইদ। “গল্পটা শোনার পর বাবা প্রশ্ন করেছিলেন আমি কি ক্যারিয়ারের শুরুতেই এত বড় একটি ছবিতে কাজ করতে প্রস্তুত? তারপর তিনি ফাইনাল এডিট দেখতে এসেছিলেন এবং বলেছিলেন, প্রয়োজন হলে তিনি পরামর্শ দেবেন, তবে আগে আমাকেই চেষ্টাটা করতে হবে।”
সবশেষে বাবার কোনো আইকনিক চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে জুনেইদের জবাব ছিল স্পষ্ট ও সৎ, “আমি চাই না বাবার কোনো চরিত্রে অভিনয় করতে। এতে তুলনা হবেই, আর বাবা যেভাবে সেই চরিত্রগুলো ফুটিয়ে তুলেছেন, আমি তা কখনোই পারব না। আমি আমার মতো করে এগিয়ে যেতে চাই।”
জুনেইদের এমন দৃষ্টিভঙ্গি বলিউডে তার আলাদা পরিচয় গড়ে তোলার সংকল্পকেই তুলে ধরে।