জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান তার পুরোনো জনপ্রিয় গানগুলো নতুন আঙ্গিকে উপস্থাপনের উদ্যোগ নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, নিজের গাওয়া সাতটি গান নতুনভাবে গাইবেন এবং সেগুলোর সংগীতায়োজনেও পরিবর্তন আনবেন।
তাহসান বলেন, ‘আমি সব সময় চেয়েছি আমার সৃজনশীল কাজগুলোর নিয়ন্ত্রণ আমার হাতেই থাকুক। তাই পুরোনো কিছু গান নতুনভাবে গাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিছু গান জনপ্রিয় হলেও আমার মনে হয়েছে, সেগুলোর সংগীতায়োজন আরও ভালো হতে পারত। এবার আমি নিজের মতো করে শ্রোতাদের সামনে আনতে চাই।’
যে সাতটি গান নতুনভাবে গাওয়া হবে, সেগুলো হলো— ‘একটাই তুমি’, ‘মন কারিগর’, ‘কেউ না জানুক’, ‘চাইলে আমার’, ‘তোমার আমার’, ‘বৃষ্টিতে প্রাকৃতিক’, ‘প্রেমাতাল’। এর মধ্যে ‘চাইলে আমার’ ও ‘তোমার আমার’ গান দুটি ম্যাশআপ করে একটি গান হিসেবে প্রকাশ করা হবে।
তাহসান আরও জানান, গানগুলোর সংগীতায়োজনসহ সব কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। শ্রোতাদের জন্য এটি একটি বিশেষ উপহার হতে যাচ্ছে।