ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ১৪ বছর ধরে সংগীত জগতে সক্রিয় রয়েছেন। এই দীর্ঘ সময়ের মধ্যে তিনি অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন, যার বেশিরভাগই সিনেমার আবহ সংগীতে ব্যবহৃত হয়েছে। বলা হয়, তার প্রতিটি গানই শ্রোতাদের মনে দাগ কেটেছে। তবে সম্প্রতি এক বিস্ময়কর মন্তব্য করেছেন এই গায়ক। জানিয়েছেন, তিনি নিজেকে তেমন যোগ্য বলে মনে করেন না!
সম্প্রতি স্ত্রী প্রস্মিতা পালকে নিয়ে ‘ভালোবাসি তোমাকে’ শিরোনামের নতুন গান প্রকাশ করেছেন অনুপম। শ্রোতাদের ভালোবাসায় গানটি ইতোমধ্যে জনপ্রিয়তা পেয়েছে। বসন্তের মৌসুমকে ঘিরেই এই গানের পরিকল্পনা করা হয়েছে। এ প্রসঙ্গে অনুপম বলেন, শ্রোতাদের কাছ থেকে বহু অনুরোধ পেয়েছেন একসঙ্গে গান করার জন্য। তাই এবার আর অপেক্ষা না করে নিজেই একটি গান রিলিজ করলেন।
তিনি আরও জানান, যখন গান বাঁধতে বসেছিলেন, তখন বুঝতে পারেন যে একটি রঙিন ও উজ্জ্বল গানই প্রস্মিতার সঙ্গে ভালো মানাবে। কারণ, প্রস্মিতা স্বভাবতই খুব প্রাণবন্ত একজন মানুষ। তাই তার চরিত্রের সঙ্গে এমন একটি উচ্ছ্বাসময় গানই মানানসই ছিল।
এদিকে সংগীত বিষয়ক রিয়্যালিটি শোতে তাকে বিচারকের আসনে কখনও দেখা যায়নি। এই প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, নিজেকে এখনো সে জায়গার জন্য যথেষ্ট যোগ্য মনে করেন না। তার কথায়, ‘আমি বুঝে-শুনে এসব এড়িয়ে চলি। আমি মনে করি, এখনো এত যোগ্য হয়ে উঠিনি যে বিচারকের আসনে বসতে পারি। এখনো কাজ করার সময়, ভবিষ্যতে হয়তো এ বিষয়ে ভাবতে পারি।’