গত ২০শে ডিসেম্বর ২০২৪, শুক্রবার বিকেল ৪টায় কুইন্সের ওজনপার্কে অবস্থিত মুনা সেন্টার অফ নিউইয়র্ক অডিটোরিয়ামে কোরআন একাডেমি ফর ইয়াং স্কলারস (কাফিস)-এর উদ্যোগে এক ফান্ডরেইজিং ও ডিনার প্রোগ্রামের আয়োজন সম্পন্ন হয়েছে। “কাফিস” একটি স্বতন্ত্র ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে আমেরিকায় ব্যাপক সুনাম অর্জন করেছে।
অনুষ্ঠানের সূচনা হয় মাওলানা রশিদ আহমেদের পরিচালনায়। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী হুজাইফা খান। এরপর প্রোগ্রামের সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ স্বাগত বক্তব্য প্রদান করেন। একে একে আমন্ত্রিত আলোচকগণ নিজেদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মসজিদ সিদ্দিকীর পরিচালক এবং বিশিষ্ট ইসলামিক স্কলার শায়খ আব্দুল রশিদ ওমর। তিনি ফান্ডরেইজ পর্বে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন। এর আগে, মুনা সেন্টার অফ নিউইয়র্কের প্রস্তাবিত ডিজাইনের ভিজুয়াল প্রেজেন্টেশন পরিবেশন করেন আর্কিটেক্ট শাকের আব্দুল্লাহ আল মোর্শেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুনার নবনির্বাচিত ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম মাওলানা দেলওয়ার হোসাইন। আরও বক্তব্য রাখেন মুনার ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব আরমান চৌধুরী (সিপিএ) এবং কাফিসের চেয়ারম্যান ও মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট জনাব আবু আহমেদ নূরুজ্জামান।
অনুষ্ঠানে আরও আলোচনা করেন মুনার ন্যাশনাল এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর ও কাফিসের প্রিন্সিপাল আহমেদ আবু উবায়দা, মুনার ন্যাশনাল দাওয়াহ ডিরেক্টর শায়খ ড. রুহুল আমিন, এবং মজলিসে শূরার সদস্য ড. নকিবুর রহমান তারেক।
বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ড. আতাউল ওসমানী, মাওলানা সাফায়েত হোসাইন সাফা, গোলাম মাওলা সূজন, মোহাম্মাদ বেলাল উদ্দিন, মোতাসিম বিল্লাহ সিরাজি, আকরামুল হক, এবং ড. জাহাঙ্গীর কবির। এছাড়া ওজনপার্ক চ্যাপ্টারের সেক্রেটারি মোহাম্মাদ আব্দুল জাব্বারসহ আরও অনেকে।
অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে কাফিসের ছাত্র-ছাত্রীরা কোরআন তেলাওয়াত এবং নাশীদ পরিবেশন করে। উম্মাহ কালচারাল গ্রুপের সহকারী পরিচালক সালাউদ্দিন রাসেলও নাশীদ পরিবেশন করেন।
অনুষ্ঠানের শৃঙ্খলা এবং উপস্থিতি ছিল প্রশংসনীয়। অনুষ্ঠানের শেষে অতিথি ও ডেলিগেটদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।