মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫| বিকাল ৩:৫৩

নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থামল ১৪৬ রানে

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ৩, ২০২৪ ১২:৩৯ অপরাহ্ণ

নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থামল ১৪৬ রানে

সিরিজের দ্বিতীয় টেস্টে ৬১ রান খরচায় ৫ উইকেট নিয়ে নাহিদ রানা ক্যারিবীয়দের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিয়েছেন। এটি তার ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট এবং বাংলাদেশের বিপক্ষে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে সর্বনিম্ন রান (১৪৬) ছিল। নাহিদ সাফল্যের কারণ হিসেবে জানিয়েছেন, তিনি শুধু লাইন টু লাইন বোলিং করেই সফল হয়েছেন।

তিনি আরও বলেন, “বেশি কিছু চেষ্টা করিনি। ব্যাটসম্যানকে জায়গা না দিয়ে লাইন টু লাইন বোলিং করতে চেষ্টা করেছি।” নাহিদ এখন দ্রুতগতিতে বল করার মূল শক্তি হিসেবে পরিচিত। তবে, শুরুতে দ্রুতগতির বলের নিয়ন্ত্রণ কম থাকলেও এখন তিনি বলের নিয়ন্ত্রণ ভালোভাবে রাখতে পারছেন।

জ্যামাইকা টেস্টে নাহিদ তার ধারাবাহিক গতি নিয়ে সফল হয়েছেন। ক্যারিবীয় ইনিংসের ১৩তম ওভারে তার বলের গতি ছিল ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা, যা ছিল তার ধারাবাহিক বোলিংয়ের অংশ। তিনি বলেছিলেন, “এই উইকেটে ব্যাটসম্যানরা যেন রান করতে না পারে, সে কারণে শুধু লাইন টু লাইন বোলিং করেছিলাম।”

নাহিদের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ দল প্রথম ইনিংসে ১৮ রানে লিড নিয়েছে। দিন শেষে, ৫ উইকেট হাতে রেখে বাংলাদেশ ২১১ রানে এগিয়ে রয়েছে। নাহিদের বিশ্বাস, তারা শেষ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে কঠিন চাপে ফেলতে পারবে। “এখন আমরা ভালো জায়গায় আছি। যদি আমরা আড়াইশো রানে পৌঁছাতে পারি, চতুর্থ দিনে ব্যাটিং করা কঠিন হবে,” তিনি বলেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ