নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল নেতা শাহীন (৩৮) ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন। পুলিশ জানিয়েছে, বুধবার (৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত শাহীন একই গ্রামের আনছার আলীর ছেলে এবং ব্রাহ্মন্দী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের ২৮ নম্বর কার্যকরী সদস্য ছিলেন। পাশাপাশি তিনি ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, শাহীন দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি প্রভাবশালী এমপি নজরুল ইসলাম বাবুর ভাগনি জামাই রবিনের আশ্রয়ে থেকে মাদক বিক্রি এবং অন্যান্য অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।
উল্লেখযোগ্য যে, ৫ আগস্টের পর শাহীন বিএনপির নাম ব্যবহার করে আরও নানা অপকর্মে লিপ্ত হন। তার বিরুদ্ধে বিএনপির অঙ্গসংগঠনগুলোর কিছু নেতারা অভিযোগ তুলে বলেন, শাহীন বিএনপির আসল সদস্য নন এবং তিনি বিএনপির নাম ব্যবহার করে নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত।
এদিকে, আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ বলেন, "শাহীন বিএনপির কেউ নন, তিনি বিএনপির নাম ব্যবহার করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন।"
এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শাহীনকে গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরো বলেন, "এখন পর্যন্ত তার বিরুদ্ধে পূর্বে কোনো মামলা ছিল না।"
গ্রেপ্তারের পর শাহীনকে থানায় নিয়ে আসা হয় এবং পুলিশ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে।