নায়কের চেয়ে খলনায়কের দাম বেশি
চলচ্চিত্রে নায়ক-নায়িকারা সাধারণত পারিশ্রমিকের শীর্ষে থাকেন। তবে এবার একটি ব্যতিক্রমী ঘটনা ঘটতে চলেছে। নীতেশ তিওয়ারির আসন্ন ছবি ‘রামায়ণ’-এ খলনায়কের চরিত্রে অভিনয় করতে যশ হাঁকিয়েছেন বিপুল অঙ্কের পারিশ্রমিক, যা নায়কদের পারিশ্রমিককেও ছাড়িয়ে গেছে।
এই ছবিতে রামের ভূমিকায় থাকছেন রণবীর কাপুর এবং সীতার চরিত্রে থাকছেন সাই পল্লবী। তবে লঙ্কাপতি রাবণের চরিত্রে কন্নড় সুপারস্টার যশের আগমনে দর্শকদের জন্য থাকছে বড় চমক। যশের পারিশ্রমিকের অঙ্ক নায়ক রণবীর কাপুরের চেয়েও বেশি। জানা গেছে, তিনি এই চরিত্রের জন্য নিচ্ছেন ২০০ কোটি রুপি!
ভারতীয় সিনেমার ইতিহাসে কোনো অভিনেতা খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য এত বড় পারিশ্রমিক পাননি। এই পরিসংখ্যান যশকে একটি নতুন উচ্চতায় নিয়ে গেছে। এর আগে খলনায়কের চরিত্রে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড ছিল কমল হাসানের, যিনি ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির জন্য ৪০ কোটি রুপি নিয়েছিলেন।
যশের পারিশ্রমিক বলিউডের বড় তারকাদেরও ছাড়িয়ে গেছে। শাহরুখ খান সাধারণত ছবিপ্রতি ১৫০ কোটি রুপি নেন। দক্ষিণের সুপারস্টার প্রভাসের পারিশ্রমিক ১২০-১৫০ কোটির মধ্যে। তবে ‘পুষ্পা’ ছবির পর আল্লু অর্জুনের পারিশ্রমিক বেড়ে ৩০০ কোটিতে পৌঁছেছে বলে শোনা যাচ্ছে।
যশ শুধু ‘রামায়ণ’ ছবিতে অভিনয় করছেন না, তিনি এই ছবির সহপ্রযোজকও। এছাড়াও তাঁকে দেখা যাবে আরেকটি ভিন্নধর্মী প্রকল্প ‘টক্সিক’ ছবিতে। গীতু মোহনদাস পরিচালিত এই ছবিতে যশের পাশাপাশি কিয়ারা আদভানি, নয়নতারা এবং হুমা কুরেশির মতো তারকারা অভিনয় করছেন। সম্প্রতি এই ছবির টিজার মুক্তি পেয়েছে।
যশের এই বিশাল পারিশ্রমিক এবং অভিনয়ের নতুন দৃষ্টান্ত ভারতীয় সিনেমার খলনায়ক চরিত্রের গুরুত্বকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা।