রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১১:০০

নতুনভাবে নির্মাণ হবে আমির খানের মুম্বাইয়ের অ্যাপার্টমেন্ট

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ৭, ২০২৪ ১০:২৮ পূর্বাহ্ণ

নতুনভাবে নির্মাণ হবে আমির খানের মুম্বাইয়ের অ্যাপার্টমেন্ট

বলিউড অভিনেতা আমির খান মুম্বাইয়ের অভিজাত পালি হিল এলাকার পুরনো অ্যাপার্টমেন্ট ভেঙে নতুনভাবে নির্মাণের কাজ শুরু করেছেন। গত বছর থেকেই এ পরিকল্পনার কথা শোনা যাচ্ছিল। অবশেষে এবার শুরু হলো পুরোদমে নির্মাণ কাজ।

পালি হিলের বেলা ভিস্তা ও মারিনা নামের দুটি বিলাসবহুল ভবনের ২৪টি ফ্ল্যাটের মধ্যে ৯টির মালিক আমির খান। দীর্ঘ ৪০ বছর পুরোনো এই ভবনগুলো ভেঙে আধুনিক নকশায় নতুন ভবন নির্মাণ করা হবে। নির্মাণ শেষ হলে আমির ও অন্য আবাসিকরা ৫৫-৬০ শতাংশ বেশি জায়গা পাবেন। প্রতি বর্গফুট নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৮০ হাজার থেকে ১ লাখ ২৫ হাজার টাকা।

প্রথমদিকে অন্যান্য আবাসিকদের মধ্যে কিছু দ্বিধা থাকলেও পরে সবাই আমিরের প্রস্তাবে রাজি হন। আমির ও তার পরিবার এখানেই প্রথম থেকে বসবাস করে আসছেন। তাই ভবনটি আধুনিকীকরণে তিনি বিশেষ উদ্যোগী হয়েছেন।

বর্তমানে আমির খান ব্যস্ত আছেন তার আসন্ন সিনেমা ‘সিতারে জমিন পর’-এর কাজে। এটি তার ২০০৭ সালের জনপ্রিয় ছবি ‘তারে জমিন পর’-এর সিক্যুয়েল। ছবিটি মুক্তি পাবে ২০২৫ সালে, যেখানে তার বিপরীতে থাকবেন অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ। ছবিটি স্প্যানিশ ছবি ‘চ্যাম্পিয়নস’-এর ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে।

আমিরের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘লাল সিং চাড্ডা’, যা বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। তবে ২০২৩ সালে প্রযোজক হিসেবে তিনি ‘লাপাতা লেডিজ’ ছবিটি উপহার দেন, যদিও তাতে তিনি অভিনয় করেননি।

নতুন প্রকল্প এবং সিনেমার কাজে আমির খান আবারও ব্যস্ত সময় পার করছেন, যা তার কর্মজীবনে নতুন উদ্দীপনা যোগ করছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ