রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১০:১০

ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ৫, ২০২৪ ৭:০৭ অপরাহ্ণ
ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা



ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা

জাতীয় ঐক্যের ডাক দেওয়ার প্রস্তুতি হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের পর এবার ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার পর রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে বৈঠকটি শুরু হয়।

এর আগে, গত মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের এবং বুধবার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে তিনি দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় ঐক্যের ডাক দেন।

প্রধান উপদেষ্টা বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে যারা পছন্দ করেনি, তারা এই অভ্যুত্থানকে মুছে দিতে চায়। তারা বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে।” তিনি সবাইকে একজোট হয়ে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে এবং সোচ্চার হওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত