জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান দ্বিতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। সামাজিক মাধ্যমসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে খবরটি প্রচারিত হলেও তাহসান প্রথমে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে, শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ভক্তদের জন্য চমক হিসেবে তাহসান নিজেই বিয়ের খবর নিশ্চিত করেন। তিনি তার ফেসবুক পেজে নববধূর সঙ্গে এক রোমান্টিক মুহূর্তের ছবি পোস্ট করেন, যেখানে ছবির ক্যাপশনে তিনি গানের লিরিক শেয়ার করেন - ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে...’
গানটি তাহসানের নিজস্ব আবেগের প্রতিফলন, যেটি তিনি চার বছর আগে একটি বিজ্ঞাপনচিত্রের জন্য লিখেছিলেন। গানটির কথা ও সুর তাহসান নিজেই করেছিলেন।
ছবি পোস্ট হওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যে তা ভাইরাল হয়ে যায়, প্রায় সাড়ে তিন লাখ রিঅ্যাক্ট ও ৫০ হাজারের বেশি মন্তব্য আসে, বেশিরভাগই নবদম্পতির জন্য শুভকামনা জানিয়ে লেখা।
তাহসানের স্ত্রীর নাম রোজা আহমেদ, যিনি পেশায় মেকওভার আর্টিস্ট। তিনি যুক্তরাষ্ট্রে থাকেন এবং ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেন। রোজা নিউইয়র্কে পড়াশোনা শেষে কসমেটোলজি লাইসেন্স অর্জন করে নিজস্ব মেকওভার প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। সামাজিক মাধ্যমে তার বিপুল সংখ্যক অনুসারী রয়েছে।
এদিকে, তাহসান ও রোজার একাধিক ছবি সকাল থেকেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়, এবং নেটিজেনরা তাদের জন্য শুভেচ্ছা জানাতে থাকেন।
প্রসঙ্গত, তাহসান ২০০৬ সালে অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেছিলেন, কিন্তু ২০১৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে।