ভয়েস অব আমেরিকার (ভিওএ) এক জরিপে দেখা গেছে, বাংলাদেশের ৪১.৩ শতাংশ মানুষ দেশ হিসেবে ভারতকে অপছন্দ করেন। অপরদিকে, পাকিস্তানকে অপছন্দ করেন ২৮.৫ শতাংশ উত্তরদাতা। প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি অপছন্দের তালিকায় রয়েছে মিয়ানমার (৫৯.১ শতাংশ)।
জরিপে আরও দেখা গেছে, ভারতকে পছন্দ করেন ৫৩.৬ শতাংশ এবং পাকিস্তানকে পছন্দ করেন ৫৯ শতাংশ উত্তরদাতা। যুক্তরাষ্ট্র (৬৮.৪ শতাংশ), চীন (৬৬ শতাংশ), রাশিয়া (৬৪ শতাংশ), এবং যুক্তরাজ্য (৬২.৭ শতাংশ) তুলনামূলক বেশি পছন্দ পেয়েছে।
ভিওএর নির্দেশনায় গবেষণা প্রতিষ্ঠান ওআরজি-কোয়েস্ট রিসার্চ লিমিটেড জরিপটি পরিচালনা করে। দেশের আটটি বিভাগের এক হাজার জনের মধ্যে কম্পিউটার অ্যাসিস্টেড টেলিফোন ইন্টারভিউয়ের মাধ্যমে এই জরিপ করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে সমানসংখ্যক নারী ও পুরুষ ছিলেন, এবং তাদের মধ্যে ৯২.৭ শতাংশ মুসলিম।
ধর্মের ভিত্তিতে মতামতে পার্থক্য লক্ষ করা যায়। মুসলিম উত্তরদাতাদের মধ্যে ৪৪.২ শতাংশ ভারতকে অপছন্দ করেন, যেখানে অমুসলিমদের মধ্যে এই হার মাত্র ৪.২ শতাংশ।
ভারতের প্রতি বাংলাদেশিদের অপছন্দের পেছনে অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের ভূমিকা, সীমান্ত হত্যা, এবং এককভাবে আওয়ামী লীগের ওপর নির্ভরশীলতা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বলে মনে করা হয়। বিশেষত শেখ হাসিনার সরকারকে কেন্দ্র করে ভারতের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় বিরোধী দলগুলোর মধ্যে ভারতবিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নতির দিকে যাচ্ছে। পাকিস্তান বাংলাদেশসহ ১২২টি দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ভিসা সুবিধা দেওয়ার ঘোষণা করেছে। এ ঘটনাকে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
এই ফলাফল বাংলাদেশিদের অভ্যন্তরীণ এবং আঞ্চলিক রাজনীতিতে ভারতের প্রভাব ও সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতি সংবেদনশীল দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলে বিশ্লেষকদের মত।