রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৮:৫৪

দেশে হিউম্যান মেটানিউমো ভাইরাসে (এইচএমপিভি) প্রথম মৃত্যুর ঘটনা

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ১৭, ২০২৫ ১০:৫২ পূর্বাহ্ণ
দেশে হিউম্যান মেটানিউমো ভাইরাসে (এইচএমপিভি) প্রথম মৃত্যুর ঘটনা

দেশে হিউম্যান মেটানিউমো ভাইরাসে (এইচএমপিভি) প্রথম মৃত্যুর ঘটনা

দেশে হিউম্যান মেটানিউমো ভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত হয়ে সানজিদা আক্তার নামে ৩০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) রাতে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, “এইচএমপিভি ভাইরাসই সরাসরি মৃত্যুর কারণ এমনটি বলা যাবে না। তার শারীরিক জটিলতা আরও ছিল, যা হঠাৎ তার অবস্থা খারাপ করে দেয়।”

তথ্যানুযায়ী, ওই নারী ক্লেবসিয়েলা নিউমোনিয়া, কিডনি সমস্যা এবং অতিরিক্ত ওজনজনিত জটিলতায় ভুগছিলেন। ভেন্টিলেটরে নেওয়ার সমস্যাও তার অবস্থাকে জটিল করে তোলে।

১২ জানুয়ারি সানজিদা আক্তারের এইচএমপিভিতে আক্রান্ত হওয়ার খবর আসে। তবে তার বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস ছিল না। তিনি কিশোরগঞ্জের ভৈরব এলাকার বাসিন্দা।

এইচএমপিভির প্রাদুর্ভাব এ বছর চীনে প্রথম শনাক্ত হয়। পরে জাপান, মালয়েশিয়া ও ভারতেও এর সংক্রমণ ছড়িয়ে পড়ে। মৃত্যুর কারণ নিয়ে ডেথ রিভিউ হবে কিনা জানতে চাইলে তত্ত্বাবধায়ক জানান, “স্বজনরা মরদেহ নিয়ে গেছেন। তবে অধিদপ্তর বা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেব।”

এই ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে বিশেষজ্ঞরা জনসচেতনতা এবং সতর্কতার পরামর্শ দিচ্ছেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ