গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে পাঁচজন, চট্টগ্রাম বিভাগে একজন, ঢাকা বিভাগে সাতজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ছয়জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুইজন রয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ১৭ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ৯৭১ জন ডেঙ্গুরোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৩২ জন, আর এ সময়ে ডেঙ্গুতে মোট ১০ জনের মৃত্যু হয়েছে।
গত বছর, অর্থাৎ ২০২৪ সালে, দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, এবং এই রোগে মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।