২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুক্রবার (১৭ জানুয়ারি) সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘণ্টার এই পরীক্ষা দেশের ১৯টি কেন্দ্রের একাধিক ভেন্যুতে অনুষ্ঠিত হয়।
এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৫ হাজার ২৬১ জন আবেদন জমা দিয়েছেন। এর মধ্যে কোটাসহ মেডিকেলে আসন সংখ্যা ৫ হাজার ৩৮০টি। ফলে প্রতিটি আসনের জন্য গড়ে ২৫ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
সকাল ৮টা থেকে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়। তল্লাশির পর নির্ধারিত সময়ের আগে পরীক্ষার্থীরা নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করেন। পরীক্ষা শেষে অনেকেই আশাবাদী ফলাফলের প্রত্যাশা করেন।
ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম জানান, আসন সংখ্যা বাড়ানোর পরিবর্তে সরকারের লক্ষ্য কলেজগুলোর সক্ষমতা বৃদ্ধি করা। একই সঙ্গে অধিক সংখ্যক শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
স্বাস্থ্য উপদেষ্টা পরীক্ষার সুষ্ঠু পরিবেশের প্রশংসা করে জানান, এ বছর ভর্তি পরীক্ষা নির্ধারিত নিয়ম ও নীতিমালা অনুসরণ করে সঠিকভাবে সম্পন্ন হয়েছে।
ভর্তির চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থীরা এখন তাদের স্বপ্নপূরণের জন্য অধীর আগ্রহে রয়েছে।