সোমবার, ১০ই মার্চ, ২০২৫| রাত ৮:১৪

দেশকে নতুনভাবে গড়তে আরও আন্তরিক হতে হবে: মির্জা ফখরুল

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ণ
দেশকে নতুনভাবে গড়তে আরও আন্তরিক হতে হবে: মির্জা ফখরুল

দেশকে নতুনভাবে গড়তে আরও আন্তরিক হতে হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে নতুন করে গড়ে তুলতে সবাইকে আরও আন্তরিক হতে হবে। শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লাহর মরণোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো লড়াই করে এসেছে। সর্বশেষ ছাত্র-জনতার আন্দোলনের ফলে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। এখন দেশকে সঠিক পথে পরিচালিত করতে সব শ্রেণি-পেশার মানুষকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।

তিনি প্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লাহর অবদানের কথা উল্লেখ করে বলেন, তিনি গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন। ২০১৪ সালের নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়তে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া চব্বিশের গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরিতেও তার অবদান ছিল অপরিসীম।

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দেশের সাংবাদিক সমাজের অনেকেই বছরের পর বছর সাংবাদিক নেতা হয়েছেন, কিন্তু সাংবাদিকদের কল্যাণে কতটা কাজ করেছেন, তা জাতি দেখেছে। কেউ কেউ ক্ষমতাসীনদের ছায়ায় থেকে আর্থিক সুবিধা নেয়ার চেষ্টা করেছেন। কিন্তু মাহফুজ উল্লাহ ছিলেন ব্যতিক্রম। তিনি ছিলেন সত্যনিষ্ঠ, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং বুদ্ধিবৃত্তিক চর্চার পথিকৃৎ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট বুদ্ধিজীবী, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষকরা।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ