দেড় হাজার কর্মীকে নিয়ে নতুন পরিকল্পনা এফবিআই প্রধান ক্যাশ প্যাটেলের
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) নতুন পরিচালক ক্যাশ প্যাটেল জ্যেষ্ঠ কর্মকর্তাদের জানিয়েছেন, সংস্থার এক হাজার কর্মীকে দেশের বিভিন্ন মাঠপর্যায়ের কার্যালয়ে এবং আরও ৫০০ কর্মীকে আলাবামার হান্টসভিলের এফবিআই কার্যালয়ে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। বিষয়টি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি নিশ্চিত করেছেন।
শুক্রবার হোয়াইট হাউসে শপথ নেওয়ার পরপরই তিনি এ পরিকল্পনার কথা জানান। এফবিআই এক বিবৃতিতে জানিয়েছে, পরিচালক প্যাটেল সহিংস অপরাধ মোকাবিলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। তবে বিবৃতিতে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
গত বৃহস্পতিবার সিনেট ৫১-৪৯ ভোটে প্যাটেলের নিয়োগ অনুমোদন করে। রিপাবলিকান পার্টির দুজন আইনপ্রণেতা—সুসান কলিন্স ও লিসা মুরকৌস্কি—তাঁর বিরুদ্ধে ভোট দেন।
এফবিআইয়ের নেতৃত্ব গ্রহণের মধ্যেই সংস্থাটিতে অস্থিরতা চলছে। কয়েক সপ্তাহ আগে মার্কিন বিচার বিভাগ এফবিআইয়ের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদত্যাগে বাধ্য করে। ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল দাঙ্গার তদন্তে অংশ নেওয়া কর্মীদের নাম প্রকাশের দাবিও উঠেছে।
ডেমোক্র্যাটরা প্যাটেলের নিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের আশঙ্কা, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের অনুগত থেকে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে এফবিআইকে ব্যবহার করতে পারেন। এর আগে তিনি বলেছিলেন, ট্রাম্পবিরোধী ‘ষড়যন্ত্রকারীদের’ বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এখন সেই মন্তব্যকেই সামনে আনছেন ডেমোক্র্যাটরা।