দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। ক্ষমতাসীন লেবার সরকারের এই মন্ত্রী পদত্যাগ করলেও বিতর্ক থামেনি। এবার টিউলিপের বিরুদ্ধে সরাসরি সমালোচনা করেছেন টেসলার সিইও ও এক্সের মালিক ইলন মাস্ক।
বুধবার (১৫ জানুয়ারি) এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক লিখেছেন, “দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ। যেসব মানুষ অন্যদের শোষণ করেছে, তিনি তাদের রক্ষা করেছেন।”
টিউলিপ সিদ্দিক লেবার পার্টির সরকারের অর্থনীতি ও সিটি বিভাগের দায়িত্বে ছিলেন। তার কাজ ছিল অর্থবাজারের দুর্নীতি দমন। কিন্তু বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ, রাজনৈতিক সংযোগ থেকে সুবিধা নেওয়া এবং উপহার হিসেবে পাওয়া সম্পত্তির গোপন তথ্যের মতো অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে।
সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, টিউলিপ এবং তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে প্রায় ৫ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগের তদন্ত চলছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে রাশিয়ার অর্থায়নে পরিচালিত রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে বিপুল অর্থ আত্মসাৎ।
সম্প্রতি যুক্তরাজ্যের সানডে টাইমস জানিয়েছে, ২০০৪ সালে টিউলিপ লন্ডনের কিংস ক্রসে অবস্থিত একটি ফ্ল্যাট উপহার পেয়েছিলেন আবদুল মোতালিফ নামের এক ডেভেলপারের কাছ থেকে। মোতালিফ টিউলিপের খালা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ। ফ্ল্যাটটি পরে ভাড়া দিয়ে টিউলিপ বছরে প্রায় ৯০ হাজার পাউন্ড আয় করছেন।
টিউলিপের পদত্যাগের পর লেবার পার্টির মধ্যেও সমালোচনার ঝড় উঠেছে। দলের এমপিরা বলছেন, তার মতো বিতর্কিত ব্যক্তিকে মন্ত্রিত্ব দেওয়াটা ছিল ভুল সিদ্ধান্ত।
বাংলাদেশে দুর্নীতির অভিযোগ তদন্তে টিউলিপের নাম যোগ হওয়ায়, যুক্তরাজ্যের বেশ কয়েকটি ব্যাংকে তার লেনদেনের হিসাব চাওয়া হয়েছে। এসব বিতর্কের মধ্যেই ইলন মাস্কের বক্তব্য নতুন করে টিউলিপ সিদ্দিককে চাপে ফেলেছে।
দুর্নীতিবিরোধী কাজের দায়িত্বে থাকা একজন মন্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ এবং আন্তর্জাতিক সমালোচনা লেবার সরকারের ভাবমূর্তিতে বড় প্রভাব ফেলছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।