ভারতীয় গায়ক দিলজিৎ দোসাঞ্জের বিরুদ্ধে বিতর্ক যেন একের পর এক চলতেই থাকে। যেখানে যেখানে শো করতে যাচ্ছেন, সেখানেই নানা বিতর্কের মুখে পড়ছেন এই পাঞ্জাবি পপস্টার। এর আগেও মাদক নিয়ে মন্তব্য করার জন্য সমালোচিত হয়েছেন তিনি, তবে এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে অতিরিক্ত শব্দদূষণ নিয়ে।
চণ্ডীগড়ে এক কনসার্টে গিয়ে দিলজিৎ শব্দদূষণের অভিযোগে বিপাকে পড়েন। সূত্রের খবর, কনসার্ট চলাকালীন শব্দদূষণের মাত্রা ৭৫ ডেসিবল ছাড়িয়ে যায়, যা পাঞ্জাব ও হরিয়ানা উচ্চ আদালতের নিষেধাজ্ঞা ভঙ্গ করে। ওই নিষেধাজ্ঞা অনুযায়ী, ৭৬.১ থেকে ৯৩.১ ডেসিবল পর্যন্ত শব্দদূষণ আইনত অপরাধ। এর ফলস্বরূপ, দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট আয়োজকদের কাছে নোটিশ পাঠানো হয়েছে এবং গায়ককে ১৫ লক্ষ রুপি জরিমানা গুনতে হবে।
এর আগেও দিল্লিতে 'দিল-লুমিনাটি' শো নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছিল। তেলেঙ্গানা সরকার তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠায়, তবে তিনি সেসব নিয়ে চিন্তা না করে তার শো চালিয়ে যান। তার এই শো-গুলোতে উন্মাদনা তো ছিলই, পাশাপাশি 'লেমোনেড' ও 'পাঁচ তারা' গান দুটি নিয়েও বিতর্ক তৈরি হয়। মঞ্চে দাঁড়িয়ে তিনি প্রশাসনের চোখ রাঙানির বিরুদ্ধে বলেছিলেন, "যদি আমাদের দেশের সব রাজ্যে মদ নিষিদ্ধ করা হয়, তবে পরের দিন থেকেই আমি আর 'শরাব পি' গানটি গাইব না।"