মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| সকাল ৭:৫১

দাপ্তরিক কার্যক্রমে আইন-বিধি মেনে চলার তাগিদ তথ্য সচিবের

প্রতিবেদক
staffreporter
মে ২০, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ
দাপ্তরিক কার্যক্রমে আইন-বিধি মেনে চলার তাগিদ তথ্য সচিবের

দাপ্তরিক কার্যক্রমে আইন-বিধি মেনে চলার তাগিদ তথ্য সচিবের

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইন-বিধি মেনে চলা অত্যন্ত জরুরি। সরকারি কার্যক্রম বাস্তবায়নে আইন ও বিধির যথাযথ প্রয়োগের মাধ্যমেই দাপ্তরিক শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব।

মঙ্গলবার ঢাকার তথ্য ভবনে মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন ও কৌশল’ বিষয়ক দিনব্যাপী কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সচিব বলেন, “আইন মানুষের জীবনকে শৃঙ্খলিত করে। রাষ্ট্র পরিচালনায় আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য। যে দেশে আইনের শাসন যত বেশি, সে দেশ তত বেশি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। কোনো কর্মকর্তা বা কর্মচারীর অবহেলার কারণে যেন সরকারের বিরুদ্ধে মামলা না হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে।”

তিনি আরও বলেন, “আমাদের জীবনের প্রতিটি দিকই কোনো না কোনোভাবে আইনি ব্যবস্থার আওতায় পড়ে। তাই প্রত্যেক নাগরিকের উচিত মৌলিক কিছু আইনের জ্ঞান রাখা। দাপ্তরিক নথিপত্র উপস্থাপন ও নিষ্পত্তির ক্ষেত্রেও আইন, নীতি ও বিধি অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সরকারি কর্মচারীদের আইনি প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সচিব বলেন, “ভূমি ব্যবস্থাপনা, সরকারি সম্পত্তি রক্ষা, সার্টিফিকেট মামলা ইত্যাদি বিষয়ে পরিষ্কার ধারণা থাকা উচিত প্রত্যেক সরকারি কর্মকর্তার। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

কর্মশালায় আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা মো. মাসুদ পারভেজ ও যুগ্ম সচিব কাজী জিয়াউল বাসেত। দিনব্যাপী এই কর্মশালায় গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের ৪৮ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি