বিশ্বকাপ বাছাইপর্বে আগেই জায়গা নিশ্চিত করে ফেলেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফলে বাকি ম্যাচগুলোতে তাদের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে ভবিষ্যতের প্রস্তুতি আর নতুন কৌশল পরীক্ষা। কিন্তু সেই পরীক্ষার মঞ্চেই হোঁচট খেল আলবিসেলেস্তেরা। নিজেদের ঘরের মাঠে, কোপা আমেরিকার ফাইনালে হারানো দল কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।
এস্তাদিও মনুমেন্তালে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই কিছুটা অগোছালো ছিল আর্জেন্টিনা। যদিও বল দখলের দিক দিয়ে তারা এগিয়ে ছিল, কিন্তু গোলের সুযোগ তৈরি করতে বারবার ব্যর্থ হচ্ছিল। ম্যাচের ২৪ মিনিটে কলম্বিয়ান তারকা লুইস দিয়াজ বামপ্রান্ত থেকে একক নৈপুণ্যে চারজন আর্জেন্টাইন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত এক গোল করে এগিয়ে নেন দলকে।
প্রথমার্ধে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা, কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় তাদের একটি গোল। বিরতির আগেও একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয় কলম্বিয়ার দৃঢ় রক্ষণভাগের সামনে।
দ্বিতীয়ার্ধেও চিত্রটা খুব একটা বদলায়নি। ৬৩ মিনিটে এনজো ফার্নান্দেজ সহজ সুযোগ হাতছাড়া করেন। এরপর ৭০ মিনিটে চেলসির এই মিডফিল্ডার বিপদে ফেলে দেন দলকে। কলম্বিয়ান খেলোয়াড় কাস্তানোর মাথায় বুট লাগিয়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি, ফলে দশজনের দলে পরিণত হয় আর্জেন্টিনা।
এই অবস্থায় আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ৭৭ মিনিটে তুলে নেন লিওনেল মেসিকে। তবে আশ্চর্যজনকভাবে ঠিক চার মিনিট পরেই সমতায় ফেরে আর্জেন্টিনা। থিয়াগো আলমাদা বক্সের বাইরে থেকে নিচু এক দুর্দান্ত শটে গোল করে আর্জেন্টিনার সম্মান রক্ষা করেন।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে। দশজনের দল নিয়েও শেষ মুহূর্তে গোল করে মান রক্ষা করেছে আর্জেন্টিনা, তবে বিশ্বকাপের আগে এমন ধাক্কা কিছুটা ভাবনায় ফেলতেই পারে স্কালোনিকে।