পরিচয়ের ব্যপ্তি তার বিস্তৃত। তবে নিজেকে বরাবরই ভাঙতে চান তিনি। লেখালেখি, সঙ্গীত পরিচালনা, উপস্থাপনার পরে এবারে অভিনয়েও নাম লেখালেন। সম্প্রতি অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ মুভিতে অভিনয় করেছেন তানভীর তারেক।
বর্তমান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। হোয়াটসঅ্যাপে তাকে প্রশ্ন করা হয়েছিল অভিনয়টা কী তবে নিয়মিত হবে এখন? উত্তরে বিষয়টি যেনো হেসেই উড়িয়ে দিলেন । বললেন, তা কখনওই না। অভিনয় আমাকে দিয়ে হবে না। দরদ - এক কিন্তু আমি অভিনেতা না। ক্যামেরার সামনে আমি ‘তানভীর তারেক’ হিসেবেই হাজির হয়েছি। অনন্য মামুন আমাকে গল্পটা শুনিয়েছিলো অনেক আগে। এরপর একদিন হুট করেই বলে আমাকে একটি চরিত্রে কাজ করতে হবে। প্রথমে রাজী হইনি। পরে মামুন বললেন যে - ছবিতে আমি আমার চরিত্রেই থাকবো। ভাবলাম নিজের ক্যাম্পেইন হোক। ক্ষতি কী। আর শাকিব খানের ছবির একটা বাড়তি ক্রেজ করে। এরপর শুটিং করলাম।