সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১২:১০

থাম্বনেইল ও কন্টেন্টে মিল নেই, এমন ভিডিও সরিয়ে দেবে ইউটিউব

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ২৩, ২০২৪ ১:৩৩ অপরাহ্ণ
থাম্বনেইল ও কন্টেন্টে মিল নেই, এমন ভিডিও সরিয়ে দেবে ইউটিউব

থাম্বনেইল ও কন্টেন্টে মিল নেই, এমন ভিডিও সরিয়ে দেবে ইউটিউব

বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব ঘোষণা করেছে, যে ভিডিওগুলোতে থাম্বনেইল ও কন্টেন্টের মধ্যে কোনো মিল নেই, সেগুলো সরিয়ে দেওয়া হবে। ইউটিউব বলেছে, গ্রাহকদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে এমন ক্লিকবেট কনটেন্ট আর সইবে না।

কনটেন্ট ক্রিয়েটররা অনেক সময় বেশি ভিউ পাওয়ার জন্য চমকপ্রদ থাম্বনেইল ব্যবহার করেন, যা ভিডিওর বিষয়বস্তু বা কনটেন্টের সঙ্গে সম্পর্কিত থাকে না। এর ফলে দর্শকরা মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্যের শিকার হন, যা ইউটিউবের কাছে এক ধরনের প্রতারণা হিসেবে গণ্য হয়। এখন থেকে ইউটিউব এসব কনটেন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে এবং এমন ভিডিওগুলো মুছে ফেলা হবে।

নতুন পলিসি অনুযায়ী, ইউটিউব তার প্ল্যাটফর্মে কেবল সঠিক, নির্ভরযোগ্য এবং তথ্যবহুল কনটেন্ট রাখতে চায়। ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি তাদের উদ্দেশ্য, যাতে ব্যবহারকারীরা এখানে কোনো ভুয়া বা মিথ্যা তথ্য না পান। ইউটিউবের লক্ষ্য হলো প্ল্যাটফর্মটিকে একটি ভরসাযোগ্য উৎস হিসেবে প্রতিষ্ঠিত করা, যেখানে দর্শকরা সঠিক তথ্য পাবেন এবং বিভ্রান্ত হবেন না।

বিশেষ করে ব্রেকিং নিউজ এবং ট্রেন্ডিং টপিকের ভিডিওগুলোর ক্ষেত্রে এ ধরনের ক্লিকবেট কনটেন্ট বেশ দেখা যায়, যা এই নতুন পলিসি চালু হলে দ্রুত মুছে দেওয়া হবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত