মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| সকাল ৮:৫৩

থাম্বনেইল ও কন্টেন্টে মিল নেই, এমন ভিডিও সরিয়ে দেবে ইউটিউব

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ২৩, ২০২৪ ১:৩৩ অপরাহ্ণ
থাম্বনেইল ও কন্টেন্টে মিল নেই, এমন ভিডিও সরিয়ে দেবে ইউটিউব

থাম্বনেইল ও কন্টেন্টে মিল নেই, এমন ভিডিও সরিয়ে দেবে ইউটিউব

বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব ঘোষণা করেছে, যে ভিডিওগুলোতে থাম্বনেইল ও কন্টেন্টের মধ্যে কোনো মিল নেই, সেগুলো সরিয়ে দেওয়া হবে। ইউটিউব বলেছে, গ্রাহকদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে এমন ক্লিকবেট কনটেন্ট আর সইবে না।

কনটেন্ট ক্রিয়েটররা অনেক সময় বেশি ভিউ পাওয়ার জন্য চমকপ্রদ থাম্বনেইল ব্যবহার করেন, যা ভিডিওর বিষয়বস্তু বা কনটেন্টের সঙ্গে সম্পর্কিত থাকে না। এর ফলে দর্শকরা মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্যের শিকার হন, যা ইউটিউবের কাছে এক ধরনের প্রতারণা হিসেবে গণ্য হয়। এখন থেকে ইউটিউব এসব কনটেন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে এবং এমন ভিডিওগুলো মুছে ফেলা হবে।

নতুন পলিসি অনুযায়ী, ইউটিউব তার প্ল্যাটফর্মে কেবল সঠিক, নির্ভরযোগ্য এবং তথ্যবহুল কনটেন্ট রাখতে চায়। ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি তাদের উদ্দেশ্য, যাতে ব্যবহারকারীরা এখানে কোনো ভুয়া বা মিথ্যা তথ্য না পান। ইউটিউবের লক্ষ্য হলো প্ল্যাটফর্মটিকে একটি ভরসাযোগ্য উৎস হিসেবে প্রতিষ্ঠিত করা, যেখানে দর্শকরা সঠিক তথ্য পাবেন এবং বিভ্রান্ত হবেন না।

বিশেষ করে ব্রেকিং নিউজ এবং ট্রেন্ডিং টপিকের ভিডিওগুলোর ক্ষেত্রে এ ধরনের ক্লিকবেট কনটেন্ট বেশ দেখা যায়, যা এই নতুন পলিসি চালু হলে দ্রুত মুছে দেওয়া হবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
রাজস্ব কাঠামো সংস্কারে এনবিআরে ছয় সদস্যের সমন্বয় কমিটি গঠন

রাজস্ব কাঠামো সংস্কারে এনবিআরে ছয় সদস্যের সমন্বয় কমিটি গঠন

পরিবেশ বিপর্যয়ে জীবনসংকটে বাবুই পাখি, বিলুপ্তির শঙ্কা

টিউলিপের ‘অভিনব জালিয়াতির’ প্রমাণ পেয়েছে দুদক

টিউলিপের ‘অভিনব জালিয়াতির’ প্রমাণ পেয়েছে দুদক

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্টকে ধরে নেওয়া হচ্ছে আন্তর্জাতিক আদালতে

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্টকে ধরে নেওয়া হচ্ছে আন্তর্জাতিক আদালতে

‘ট্রাম্পবিদ্বেষী’ দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র

‘ট্রাম্পবিদ্বেষী’ দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র

ব্যাটারদের সেঞ্চুরি ছাড়াই ৪০০ রানের ইতিহাস গড়ল ইংল্যান্ড ওয়ানডে ক্রিকেটে ৪০০ রান এখন আর তেমন চমক নয়। ইংল্যান্ড, ইতিমধ্যেই একাধিকবার ৪০০ ছাড়ানো ইনিংস খেলেছে, এমনকি ৪৮১ রানও তুলেছে। কিন্তু বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের ৪০০ রানের ইনিংসটি ছিল বিশেষ কিছু—এই ম্যাচে কোনো ব্যাটারই সেঞ্চুরি পাননি। দলীয় চেষ্টায় গড়া এমন ইনিংসে তারা ক্রিকেট ইতিহাসে অনন্য এক রেকর্ড গড়েছে। বার্বাডোজে অনুষ্ঠিত ম্যাচটিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ঠিক ৪০০ রান তোলে। ইনিংসের সেরা পারফরমার ছিলেন ২১ বছর বয়সী জ্যাক বেথেল, যিনি মাত্র ৫৩ বলে ৮২ রান করেন। তার সঙ্গে বেন ডাকেট ৬০, হ্যারি ব্রুক ৫৮ এবং জো রুট ৫৭ রান করেন। এছাড়া জস বাটলার (৩৭), উইল জ্যাকস (৩৯) ও জেমি স্মিথ (৩৭) সবাই ব্যাট হাতে অবদান রাখেন। পুরো ইনিংসে একাধিক পঞ্চাশোর্ধ জুটি আসে, যেখানে শেষ দিকে বেথেল ও জ্যাকস ৪৪ বলে ৯৮ রানের বিধ্বংসী জুটি গড়েন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন জেইডেন সিলস, তবে তার খরচাও ছিল অনেক। ইংল্যান্ডের হয়ে হ্যারি ব্রুক এই ম্যাচে সীমিত ওভারের ক্রিকেটে পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে অভিষেক ঘটান। ব্যাট হাতে তিনি যেমন আলো ছড়িয়েছেন, ফিল্ডিংয়েও তেমনি রেকর্ড গড়েছেন। আউটফিল্ড ফিল্ডার হিসেবে ওয়ানডেতে সর্বোচ্চ ৫টি ক্যাচ নেন তিনি। ১৯৯৩ সালে জন্টি রোডসের পর তিনিই এই কীর্তি গড়লেন। লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নড়বড়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১৬২ রানেই অলআউট হয়ে যায় তারা। দলের স্কোর দেড়শ ছাড়ায় শেষ উইকেট জুটিতে আলজারি জোসেফ ও জেইডেন সিলসের ৩৮ রানের জুটিতে। সিলসই দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন। ইংল্যান্ডের পক্ষে সাকিব মাহমুদ ও জেমি ওভারটন ৩টি করে উইকেট শিকার করেন। এই ম্যাচে ইংল্যান্ড ২৩৮ রানের বিশাল ব্যবধানে জয় পায়, যা ওয়ানডে ইতিহাসে তাদের দ্বিতীয় সর্বোচ্চ জয়। সর্বোচ্চ জয়টি ছিল ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে, যেখানে তারা ২৪২ রানে জিতেছিল ৪৮১ রান তুলে। ইংল্যান্ডের এই অনন্য দলীয় পারফরম্যান্স কেবল একটি জয়ের চেয়ে বেশি কিছু—এটি দেখিয়ে দিল, আধুনিক ওয়ানডেতে ব্যাটারদের সেঞ্চুরি ছাড়াও দল বড় সংগ্রহ গড়তে পারে, যদি সবাই একসঙ্গে অবদান রাখে।

ব্যাটারদের সেঞ্চুরি ছাড়াই ৪০০ রানের ইতিহাস গড়ল ইংল্যান্ড

প্রফেসর মুহাম্মদ ইউনূস ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন

প্রফেসর মুহাম্মদ ইউনূস ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন

গাজা ‘পৃথিবীর দোযখে’ পরিণত হয়েছে - রেডক্রস

গাজা ‘পৃথিবীর দোযখে’ পরিণত হয়েছে – রেডক্রস

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নাই: আইজিপি

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নাই: আইজিপি

অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনেটের গতি বাড়ানোর সহজ উপায়

অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনেটের গতি বাড়ানোর সহজ উপায়