তেহরানের দক্ষিণপূর্ব দিকের পাচিন মিলিটারি কমপ্লেক্সে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা নুর নিউজ সোমবার (২৩ জুন) সকালে এক প্রতিবেদনে বিশাল এই কমপ্লেক্সে হামলার তথ্য জানায়।
এর আগে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তাদের বিমানবাহিনী ইরানের পূর্বাঞ্চল ও তেহরানে নতুন হামলা সম্পন্ন করার কথা জানিয়েছে। তারা দাবি করেছে, তেহরানের একটি এয়ার টু সারফেস মিসাইল লঞ্চার ধ্বংস করা হয়েছে।
নতুন হামলায় ২০টি যুদ্ধবিমান অংশ নিয়েছিল এবং ৩০টি অস্ত্র ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।
এছাড়া কেরমানশাহ এবং হামাদান প্রদেশে মিসাইলের গুদাম, মিসাইল ছোড়ার অবকাঠামো, স্যাটেলাইট যন্ত্র এবং মিলিটারি রাডারেও হামলা চালানোর দাবি করা হয়েছে।
সূত্র: আলজাজিরা, সিএনএন