ইসরায়েলের তেল আবিব শহরে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। শনিবার (২১ ডিসেম্বর) আল-জাজিরার খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের একটি পার্কে আঘাত করে, এতে অন্তত ১৪ জন আহত হন। ইসরায়েলের মাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সংস্থা জানিয়েছে, বেশিরভাগ আহত ব্যক্তি ভাঙা কাচের আঘাতে সামান্য জখম হয়েছেন।
ইসরায়েলি পুলিশ ও বোমাবিশেষজ্ঞ দল ঘটনাস্থলে কাজ করছে এবং এলাকাবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে।
এই হামলার আগে, বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের সামরিক স্থাপনায় হামলা চালায়। হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবে এই হামলা করা হয়েছে বলে দাবি করে ইসরায়েল। ইয়েমেনি সূত্র জানিয়েছে, ওই হামলায় নয়জন নিহত হন। এর প্রতিশোধ নিতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছিল হুতিরা।