মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| রাত ১০:০২

তুরস্কে নবীজী (সা.)-কে ব্যঙ্গচিত্রে দেখানোর অভিযোগে চার কার্টুনিস্ট গ্রেপ্তার

প্রতিবেদক
staffreporter
জুলাই ১, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ
তুরস্কে নবীজী (সা.)-কে ব্যঙ্গচিত্রে দেখানোর অভিযোগে চার কার্টুনিস্ট গ্রেপ্তার

তুরস্কে নবীজী (সা.)-কে ব্যঙ্গচিত্রে দেখানোর অভিযোগে চার কার্টুনিস্ট গ্রেপ্তার

ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ (সা.) ও ইহুদি ধর্মের প্রবর্তক হযরত মুসা (আ.)-কে ব্যঙ্গচিত্রে উপস্থাপনের অভিযোগে তুরস্কে চার কার্টুনিস্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) ইস্তাম্বুল থেকে তাদের আটক করা হয়।

সম্প্রতি তুরস্কের একটি রাজনৈতিক ব্যঙ্গাত্মক সাময়িকী লেমান-এ প্রকাশিত একটি কার্টুন ঘিরে দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কার্টুনটিতে এক মুসলিম ও এক ইহুদি ব্যক্তিকে দেবদূতের মতো চিত্রায়িত করে দেখানো হয়, যাদের নামের পাশে লেখা ছিল ‘মোহাম্মেদ’ ও ‘মুসা’। পেছনে পাখা ও মাথার ওপর আলোকচক্র থাকলেও, নিচে তাদের পায়ের তলা থেকে বোমা পড়তে দেখা যায়। এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া বিষয়টিকে বাকস্বাধীনতার অপব্যবহার বলে উল্লেখ করে বলেন, যারা কার্টুনটি আঁকতে ও প্রকাশে যুক্ত, তাদের আইনের আওতায় আনা হবে। প্রেসিডেন্টের মুখপাত্র ফাহরেত্তিন আলতুন এটিকে “বিশ্বাস ও মূল্যবোধের ওপর ঘৃণ্য আঘাত” বলে আখ্যা দেন।

ঘটনার প্রতিবাদে ইস্তাম্বুলের কেন্দ্রীয় সড়কে শত শত মানুষ বিক্ষোভে অংশ নিয়ে ‘আল্লাহু আকবার’ স্লোগান দেন এবং শরিয়া আইনে অপরাধীদের শাস্তির দাবি জানান।

এদিকে লেমান কর্তৃপক্ষ দাবি করেছে, এটি মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র নয়। বরং গাজায় মুসলিম নির্যাতনের সময় মুসলিম বিশ্বের নীরবতা এবং কিছু নেতার সহযোগিতাকে প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে। তাদের মতে, কার্টুনের ‘মোহাম্মেদ’ নামটি মহানবী (সা.)-কে বোঝায় না বরং সেইসব ক্ষমতাবান মুসলিমদের প্রতিনিধিত্ব করে, যারা গাজা ইস্যুতে ভূমিকা রাখছে না।

তবে বিতর্কের মধ্যে সাময়িকী কর্তৃপক্ষ অনিচ্ছাকৃতভাবে কাওকে আঘাত করার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে।

ঘটনার তদন্তে নেমেছে তুরস্কের বিচার মন্ত্রণালয়। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি