ক্রিকেটে রেকর্ড ভাঙাগড়ার খেলা প্রতিনিয়তই চলছে। তবে তিন ব্যাটারের দুর্দান্ত সেঞ্চুরি থাকা সত্ত্বেও দলীয় রান তুলনামূলক কম হওয়া নিঃসন্দেহে বিস্ময়কর। এমন বিরল ঘটনাই ঘটেছে হেডিংলি টেস্টে, যেখানে শুভমান গিলের নেতৃত্বাধীন ভারত দল গড়েছে এক ব্যতিক্রমী রেকর্ড। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টে ভারতের প্রথম ইনিংসে স্কোরবোর্ডে জমা হয় ৪৭১ রান, যার মধ্যে রয়েছে তিনটি ব্যক্তিগত সেঞ্চুরি। অথচ শেষ ৭ উইকেট পতন ঘটে মাত্র ৪১ রানে।
এই রেকর্ডে দক্ষিণ আফ্রিকাকেও পেছনে ফেলেছে ভারত। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে কেপ টাউনে তিন ব্যাটারের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৪৭৫ রান, যা এতদিন ছিল এই ক্যাটাগরিতে সর্বনিম্ন। এবার তা ছাড়িয়ে গেল ভারত, নতুন করে গড়ল তিন সেঞ্চুরির পর সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড।
ভারতের ইনিংসে সেঞ্চুরি করেন ওপেনার যশস্বী জয়সওয়াল (১০১), অধিনায়ক শুভমান গিল (১৪৭) এবং সহ-অধিনায়ক ঋষভ পান্ত (১৩৪)। কিন্তু বিপরীতে তিন ব্যাটার শূন্য রানে আউট হওয়ার নজিরও গড়েছে ভারত। এদের মধ্যে ছিলেন অভিষিক্ত সাই সুদর্শন, দলে ফিরেই ব্যর্থ হওয়া করুন নায়ার এবং জাসপ্রিত বুমরাহ।
এই তিন সেঞ্চুরি এবং তিন শূন্য’র যুগলবন্দী খুব বেশি দেখা যায়নি টেস্ট ইতিহাসে। প্রায় ১৪৮ বছরের ইতিহাসে এমন ঘটনা ঘটেছে মাত্র পাঁচবার। তবে ইংল্যান্ডের মাটিতে এবারই প্রথম ঘটেছে এই অনন্য রেকর্ড। ১৯৩২ সালে সিডনিতে প্রথমবার ইংল্যান্ড করেছিল এমন কিছু, এরপর ওয়েস্ট ইন্ডিজ (২০০২), আফগানিস্তান (২০২৪) এবং এবার ভারত (২০২৫)।
ভারতের ৪৭১ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ২০৯। ওপেনার বেন ডাকেট ৬২ রানে আউট হলেও ওলি পোপ অপরাজিত আছেন ১০০ রানে। ভারতের পক্ষে তিনটি উইকেটই নিয়েছেন জাসপ্রিত বুমরাহ, যিনি ব্যাট হাতে শূন্য রানে ফিরলেও বল হাতে রেখেছেন দারুণ প্রভাব।
এই টেস্টে ভারতীয় বোলারদের ওপর নির্ভর করছে দলটির জয় বা ড্রর সম্ভাবনা। তবে তিন সেঞ্চুরি থাকা ইনিংসে এমন ব্যাটিং ধস ভারতীয় দল ব্যবস্থাপনাকে কিছুটা ভাবনার ভাঁজে ফেলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।