রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৮:৫১

তাসকিন আহমেদ উইজডেনের বর্ষসেরা একাদশে

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ১৬, ২০২৫ ৯:১৪ পূর্বাহ্ণ
তাসকিন আহমেদ উইজডেনের বর্ষসেরা একাদশে

তাসকিন আহমেদ উইজডেনের বর্ষসেরা একাদশে

বল হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। বিপিএলে ৬ ম্যাচে ১৪ উইকেট নিয়ে এই আসরের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। তার ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জায়গা করে নিয়েছেন উইজডেনের বর্ষসেরা একাদশে

২০২৪ সালে সীমিত ওভারের ক্রিকেটে দারুণ ফর্মে থাকা তাসকিন ৭ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। এছাড়া টেস্ট এবং টি-টোয়েন্টিতেও ছিলেন অসাধারণ ছন্দে। সবমিলিয়ে ৩৪ ইনিংসে বল করে তিনি নিয়েছেন ৬৪ উইকেট, যা গত বছর বাংলাদেশের হয়ে সর্বোচ্চ।

উইজডেনের বর্ষসেরা একাদশে অন্যান্য খেলোয়াড়

তাসকিন ছাড়া বাংলাদেশের আর কোনো ক্রিকেটার এই একাদশে জায়গা পাননি। তবে শ্রীলঙ্কার তিনজন ক্রিকেটার আছেন—পাথুম নিশাঙ্কা (৬৯৪ রান), কুশল মেন্ডিস (৭৪২ রান), এবং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা (২৬ উইকেট ও ৮৭ রান)।

পাকিস্তান থেকে আছেন ওপেনার সাইম আইয়ুব (৫১৫ রান ও ৫ উইকেট) এবং পেসার শাহীন শাহ আফ্রিদি (১৫ উইকেট)। আফগানিস্তান থেকে স্থান পেয়েছেন আজমতউল্লাহ ওমরজাই (৪১৭ রান ও ১৭ উইকেট) এবং আল্লাহ গজনফর (২১ উইকেট)। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদারফোর্ড (৪২৫ রান ও ২ উইকেট) এবং কেসি কার্টি (৫৬০ রান) রয়েছেন। ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন (২৮৬ রান ও ৪ উইকেট) একাদশে জায়গা করে নিয়েছেন।

তবে আশ্চর্যজনকভাবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া, রানার্সআপ ভারত, দক্ষিণ আফ্রিকা বা নিউজিল্যান্ডের কোনো ক্রিকেটার উইজডেনের এই বর্ষসেরা একাদশে স্থান পাননি।

উইজডেনের বর্ষসেরা একাদশ

১. সাইম আইয়ুব
২. পাথুম নিশাঙ্কা
৩. কেসি কার্টি
৪. কুশল মেন্ডিস
৫. আজমতউল্লাহ ওমরজাই
৬. লিয়াম লিভিংস্টোন
৭. শেরফান রাদারফোর্ড
৮. ওয়ানিন্দু হাসারাঙ্গা
৯. শাহীন শাহ আফ্রিদি
১০. আল্লাহ গজনফর
১১. তাসকিন আহমেদ

তাসকিনের এই অর্জন বাংলাদেশের ক্রিকেটের জন্য গর্বের বিষয় এবং তার ধারাবাহিক পারফরম্যান্স ভবিষ্যতে আরও সাফল্য এনে দেবে বলে আশা করা যায়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত